Badlapur Crime : স্কুলের শৌচালয়ে ৪ বছরের ২ শিশুকে নিগ্রহের অভিযোগ সাফাইকর্মীর বিরুদ্ধে, তুলকালাম মহারাষ্ট্রের বদলাপুর স্টেশনে, ভাঙচুর
Children Assaulted: ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী দীপক কেশরকর।
থানে : আরজি কর-কাণ্ডে তোলপাড় দেশ। এই আবহেই এবার সামনে এল স্কুলে শারীরিক নিগ্রহের ঘটনা। মহারাষ্ট্রের থানে জেলার একটি স্কুলে দুই শিশুকে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে বিশাল উত্তেজনা ছড়াল। এদিন বদলাপুর স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষুব্ধরা। রেললাইন অবরুদ্ধ করে দেন তাঁরা। থমকে যায় লোকাল ট্রেন চলাচল। রুট পরিবর্তন করা হয় ১০টি ট্রেনের এবং অম্বরনাথ-কারজাট রুটের ট্রেন সাসপেন্ড করা হয়। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী দীপক কেশরকর। শুধু তা-ই নয় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
কী ঘটনা ?
গত ১৬ আগস্টের ঘটনা। থানে জেলার একটি ইংরাজি মাধ্যম স্কুলে চার বছরের দুই শিশুকে নিগ্রহের অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে স্কুলেরই ২৩ বছরের এক সাফাইকর্মীর বিরুদ্ধে। ছাত্রীদের শৌচালয়ে ঘটনাটি ঘটে। FIR দায়ের হওয়ার পর ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এদিন তুমুল উত্তেজনা ছড়ায় বদলাপুর স্টেশনে। সেখানে ভাঙচুর চালানো হয়, থামানো হয় লোকাল ট্রেন। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। ভিজ্যুয়ালে দেখা গেছে, রেললাইন দিয়ে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে বিক্ষোভকারীরা।
এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের পদক্ষেপ ক্ষুব্ধ করে তোলে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের। যদিও স্কুল প্রশাসনের তরফে প্রিন্সিপ্যালকে সাসপেন্ড, ক্লাস টিচার ও ন্যানিকে ডিসমিস করা হয়েছে। যদিও সার্বিকভাবে ঘটনার পরিপ্রেক্ষিতে অসন্তুষ্ট ছিলেন অভিভাবকরা। অধিকাংশ অভিভাবকই বিশ্বাস করেন যে, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। তাঁরা বিশেষ করে স্কুল ম্যানেজমেন্টের কাছ থেকে অফিসিয়াল ক্ষমা বা আশ্বাসের অভাবের কারণে ক্ষুব্ধ।
শুধু তা-ই নয়, পুলিশি তদন্তে স্কুলে নিরাপত্তার ঘাটতির বিষয়টি উঠে আসে। তদন্তে উঠে এসেছে, ছাত্রীদের শৌচালয়ে কোনো মহিলা অ্যাটেনডেন্ট ছিলেন না। এছাড়া স্কুলের একাধিক সিসিটিভি ক্য়ামেরাও কাজ করছে না।
ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। এর পাশাপাশি তিনি থানের পুলিশ কমিশনারকে কেসটি ফাস্ট ট্র্যাক কোর্টে পাঠানোর জন্য একটি প্রস্তাব পেশের নির্দেশ দিয়েছেন।
এদিকে এই ঘটনার পর আইন-শৃঙ্খলার পরিস্থিতি ভেঙে পড়েছে বলে অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা বিজয় ওয়াডেত্তিয়ার। কংগ্রেস নেতা বলেন, 'এই ঘটনা মহারাষ্ট্রের জন্য লজ্জার হয়ে উঠতে চলেছে। প্রত্যেকেই চাইছেন, কেসটি ফাস্ট ট্র্যাকে যাক। তিন মাসের মধ্যে অভিযুক্তকে ফাঁসিতে ঝোলাতে হবে। '
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।