Bangladeshi Arrested: দিল্লিতে ধৃত বাংলাদেশি নাগরিকদের বাংলা-যোগ, আধার কার্ডে পশ্চিমবঙ্গের ঠিকানা
Bangladeshi Arrested From Delhi: পুলিশ সূত্রে খবর, জঙ্গলের পথ ধরে, ট্রেনে চেপে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে ঢোকে বাংলাদেশের নাগরিকরা। এরপর জাল নথি দিয়ে বানিয়ে নেয় ভারতীয় পরিচয়পত্র।
দিল্লিতে ধৃত বাংলাদেশ থেকে আসা নাগরিকদের পশ্চিমবঙ্গ-যোগ। দক্ষিণ-পশ্চিম দিল্লিতে অভিযান চালিয়ে এক দম্পতি-সহ ৮ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের দাবি, বসন্তকুঞ্জের বাসিন্দা এই বাংলাদেশের নাগরিকদের ভারতীয় আধার কার্ড রয়েছে, যার ঠিকানা পশ্চিমবঙ্গ। এই কারণেই অবৈধ অভিবাসীদের ধরতে বেগ পেতে হয় বলে দিল্লি পুলিশের দাবি। পুলিশ সূত্রে খবর, জঙ্গলের পথ ধরে, ট্রেনে চেপে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে ঢোকে বাংলাদেশের নাগরিকরা। এরপর জাল নথি দিয়ে বানিয়ে নেয় ভারতীয় পরিচয়পত্র। জিজ্ঞাসাবাদ সময় অবৈধ বাংলাদেশের নাগরিকরা পশ্চিমবঙ্গের ঠিকানায় আধার কার্ড দেখানোয় প্রথমে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেনি দিল্লি পুলিশ। এক দম্পতি ও তাদের ৬ সন্তানকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের পর প্রায় চারশো পরিবারকে চিহ্নিত করে তাদের নথিপত্র যাচাই করছে দিল্লি পুলিশ।
কয়েকদিন আগেই ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এরা সেই চক্রের সদস্য যারা দিল্লিতে অনুপ্রবেশকারীদের বৈধ নাগরিক করে দেওয়ার কারবার খুলে বসেছিল। এই চক্রের পিছনে আর কে বা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিশেষজ্ঞদের দিয়ে ভুয়ো ওয়েবসাইটের মাধ্য়মে এই চক্র নকল আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করত বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরির বিভিন্ন সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়। জঙ্গলের পথ ধরে লোকচক্ষুর আড়ালে এই অনুপ্রবেশ চলত বলে জানা গেছে। এছাড়াও স্টেশনে স্টেশনে রুটিন তল্লাশি এড়াতে একটানে লম্বা দূরত্ব পাড়ি দেয়, এমন এক্সপ্রেস ট্রেন বাছাই করে, তাতে চড়ত অনুপ্রবেশকারীরা।
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে আগে থেকেই তৎপরতা দেখা গেছে দিল্লি পুলিশের। রাজধানীর কালিন্দীকুঞ্জ-সহ বিভিন্ন এলাকায় গতমাস থেকেই চলে দফায় দফায় অভিযান। সীমাপুরী এলাকায় ৩২ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছিল। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ছেলে-মেয়েদের চিহ্নিত করতে স্কুলগুলিকে আগেই নির্দেশিকা পাঠায় দিল্লি পুরসভা। স্কুলগুলিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৩১ ডিসেম্বরের মধ্য়ে। রাজধানী জুড়ে চলছে বেআইনি বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করার কাজ। দিল্লি পুরসভা এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জবরদখল হঠানোরও নির্দেশিকা জারি করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, উত্তম নগর, শাহিনবাগ এবং জামিয়া নগর মতো এলাকায় বস্তি, ফুটপাত এবং কলোনিতে বাসিন্দাদের নথিপত্র পরীক্ষা দেখা হচ্ছে।