Bangladesh Protest Updates : ইস্তফা দিয়েছেন হাসিনা, বাংলাদেশে সরকার চলবে কীভাবে ? প্রতিটা অন্যায়ের বিচারের আশ্বাস সেনাপ্রধানের...
Bangladesh Unrest: গতকাল থেকে নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশে। এদিন দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির সেই আগুন ছড়িয়ে পড়ে।
ঢাকা (বাংলাদেশ) : অগ্নিগর্ভ বাংলাদেশে। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পরিস্থিতিতে দেশের সরকার পরিচালনা হবে কীভাবে ? এনিয়ে নানা জল্পনার মধ্যেই সাংবাদিক বৈঠক করে সব প্রশ্নের জবাব দিলেন বাংলাদেশের সেনাপ্রধান। তিনি বললেন, 'অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।' এনিয়ে সহযোগিতার জন্য বিক্ষুব্ধদের কাছে সাহায্যও চাইলেন সেনাপ্রধান।
গতকাল থেকে নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশে। এদিন দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির সেই আগুন ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে দখল করে নেয়। ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও হামলা চালানো হয়। এই পরিস্থিতিতে দেশ ছাড়েন শেখ হাসিনা। দেশ ছাড়ার পরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। বাংলাদেশের ক্ষমতা দখল করে সেনা। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বাংলাদেশ পরিচালনা করা হবে বলে জানিয়ে দেন সেদেশের সেনাপ্রধান। তিনি বলেন, 'সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন। আমি সব দায়-দায়িত্ব নিচ্ছি। আপনাদের কথা দিচ্ছি, আপনারা আশাহত হবেন না। ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এসব থেকে বিরত হন। প্রতিটা হত্যার বিচার করা হবে। আমরা আজ সুন্দরভাবে কথা বলেছি। (বাংলাদেশের) সমস্ত প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। তাঁদের আমন্ত্রণ জানিয়েছিলাম। তাঁরা এসেছিলেন। আমরা সুন্দর আলোচনা করেছি। আলোচনাটা ফলপ্রসূ হয়েছে। এখানে আওয়ামি লিগের কেউ ছিলেন না।'
তিনি আরও বলেন, 'আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করব। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আপনাদের যত দাবি আছি সেগুলো পূরণ করব। দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনব। আমি নিশ্চিত যে, আপনারা যদি আমার কথামতো চলেন, আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করেন, তাহলে নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন। মারামারি করে আমরা আর কিছু পাব না। দয়া করে সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।'
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে গতকাল থেকেই ফের উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে অনির্দিষ্টকালের কার্ফু জারি করে সেই সময়ে ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকার। বন্ধ করে দেওয়া হয় মোবাইল, ইন্টারনেট পরিষেবা। এর মধ্যেই ঢাকা অভিযানের ডাক দেন বৈষম্য-বিরোধী আন্দোলনকারীরা। গোটা দেশের মানুষকে এই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। অসহযোগ আন্দোলনের প্রথম দিনই মৃতের সংখ্যা শতাধিক। নিহতদের মধ্যে ১৪ জন পুলিশ কর্মী। আহতের সংখ্যাও প্রচুর। জেলায় জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। '