Bangladesh News: অশান্ত পরিস্থিতিতে ক্ষতির মুখে বাংলাদেশের পোশাক শিল্প, বাজার দখল করতে তৈরি হচ্ছে কলকাতা!
Bangladesh clothing industry: বাংলাদেশে অশান্ত পরিস্থিতির আঁচ এসে পড়েছে সেদেশের পোশাক শিল্পেও। টান পড়েছে উৎপাদন ও যোগানে...
দীপক ঘোষ, কলকাতা: বাংলাদেশে অশান্ত পরিস্থিতি ব্যাপকভাবে আঘাত করেছে সেদেশের পোশাক শিল্পকে। ভারতীয় পোশাক শিল্পের সঙ্গে জড়িত উদ্যোগপতিরা মনে করছেন, ঢাকার বর্তমান পরিস্থিতি, কলকাতার জন্য এখন এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
বাংলাদেশে অশান্ত পরিস্থিতির আঁচ এসে পড়েছে সেদেশের পোশাক শিল্পেও। টান পড়েছে উৎপাদন ও যোগানে...পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে বাংলাদেশ থেকে পোশাক শিল্পে রফতানির অংকটা ছিল ৪.০২ লক্ষ কোটি টাকা। গত বছর জুলাই মাস থেকে সেই গ্রাফ অনেকটাই নেমেছে। যার জেরে আন্তর্জাতিক সংস্থাগুলি এখন বিকল্প বাজারের সন্ধানে নেমেছে। এই পরিস্থিতিতে কলকাতার পোশাক ব্যবসায়ীরাও সুযোগ কাজে লাগাতে তৎপর। বেঙ্গল হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সচিব, প্রদীপ অরোরা বলছেন, 'লুধিয়ানা, সুরাট, জয়পুর, ওদের এক্সপার্টি আর আমাদের এক্সপারটি আলাদা। হোসিয়ারিতে আমরা এক নম্বর। বাংলাদেশের যে পরিস্থিতি তাতে এখানে বড় কোম্পানিকে আসতেই হবে। অর্ডার আসতে শুরু করেছে। আমাদের পরিকাঠামো বাড়ানো হচ্ছে। আমরা প্রস্তুত। এটা একটা সুযোগ।'
ইতিমধ্যে ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন- এর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত। ফলে ইউরোপে পোশাক রফতানির ক্ষেত্রে ভারত আগের থেকে অনেক বেশি সুবিধা পাবে বলেও মনে করছেন কলকাতার ব্যবসায়ীরা। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সদস্য নিশা লায়লকা বলছেন, 'আমাদের কাছে যে তথ্য আছে, ওদের উৎপাদন পঞ্চাশ শতাংশ কমে গেছে। এই ঘাটতি আমাদের জন্য সুযোগ। সেটা আমরা কাজে লাগাবার চেষ্টা করতে হবে। আমাদের যেসব ন্যাশনাল লেভেলে সংগঠন আছে , ওদের সঙ্গে কথা হচ্ছে, যাতে আমরা আন্তর্জাতিক স্তরে রোড শো করতে পারি। এই মার্কেটিংটা খুব দরকার।' মার্চেন্ট চেম্বার অফ কমার্সের এক্সিকিউটিভ কমিটির সদস্য রমেশ আগরওয়াল বলছেন, 'আমরা যেমন পরিকাঠামো বাড়িয়েছি, তেমনি এবছর দিল্লিতে ভারত এক্সপোতে বড় আকারে অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছি। একাজে শুধু আমরা এগুলেই হবে না। বেঙ্গলকে মার্কেটিং করতে হবে। এরজন্য সরকারি উদ্যোগও দরকার।'
পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে বিশ্বের সর্ববৃহৎ পোশাক রফতানিকারক দেশ হল চিন। ছোট্ট বাংলাদেশ সকলকে চমকে দিয়ে উঠে এসেছিল দ্বিতীয় স্থানে। সেই দেশের মোট রফতানির ৮০ শতাংশ ছিল পোশাক খাতেই। ভারত এই তালিকায় এখন ষষ্ঠ স্থানে।