Bangladesh News : 'ইসকন ক্যানসারের মতো, উপরে ফেলতে হবে', ভয়ঙ্কর প্রচার ইসলামিক কট্টরপন্থীদের, দেখুন ভিডিও
এক ইসলামিক কট্টরপন্থী ধর্মীয় প্রবক্তাকে বলতে শোনা যাচ্ছে, 'ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে দিতে হবে।'
কলকাতা : ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর হয়ে কোনও আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি। 'এটা কেমন বিচার?' প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। অন্যদিকে দেশের জন্মের ইতিহাস ভুলে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়ে চলেছেন বাংলাদেশের মৌলবাদীদের! শুধু তাই নয়, এবার ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে, ইসকনমুক্ত বাংলাদেশ তৈরির ডাক দিল উগ্রবাদী নেতারা। ভক্তদেরও দেওয়া হল চরম হুঁশিয়ারি। একটি ভিডিও পোস্ট করে এমন দাবি করলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তাঁর পোস্ট করা ভিডিতে যা শোনা গেল, তা শুনলে গা শিউরে উঠবে।
সেখানে এম সাব্বির বিন লোকমান নামক এক ইসলামিক কট্টরপন্থী ধর্মীয় প্রবক্তাকে বলতে শোনা যাচ্ছে, 'ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে দিতে হবে। যারা এদের দোসর হবে, যারা এদের রক্ষক হবে, তাদেরকেও চিরতরে মুছে দিতে হবে। এরা সমাজে ক্যানসারের মতো। ক্যানসারের কোনও আনসার নেই, যেখানে ক্যানসার হয়, সেই অঙ্গ কেটে বাদ দিতে হয়, নইলে সারা দেহে ছড়িয়ে যায় ' এরকম একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
'গত কয়েকদিনে, বাংলাদেশের মৌলবাদীরা প্রাইভেট জেটে সারাদেশে ঘুরে বেড়াচ্ছে, ইসকনের ভক্ত ও তাদের সমর্থকদের নির্মূল করার আহ্বান জানিয়ে ধর্মোপদেশ দিচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক, এবং এই মৌলবাদীদের মোকাবিলায় বাংলাদেশী সরকারের নিষ্ক্রিয়তা আরও ভয়ঙ্কর। অবিলম্বে এই ব্যক্তিদের গ্রেফতার করতে হবে; অন্যথায়, ইসকনের বিরুদ্ধে এই ধরনের প্ররোচনা এবং গুজব গণহত্যার দিকে পরিচালিত করতে পারে। জেগে ওঠো বিশ্ব।'
ইসকনকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা তাদের নেই বলে, ইতিমধ্যেই জানানো হয়েছে ইউনূস সরকারের পক্ষ থেকে। তাহলে কার মদতে ইসকনকে মুছে ফেলার ডাক দিচ্ছে মৌলবাদীরা? কোন সাহসে অস্ত্র হাতে তুলে নিতে বলছে? এবার কি ওই সব কট্টরপন্থীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে ইউনূসের প্রশাসন?
আরও পড়ুন :
'বর্ষবরণের রাতে আতসবাজিতে না', বাংলাদেশে এবার উৎসব পালনেও তালিবানি ফতোয়া?
In the past few days, fundamentalists in Bangladesh have been crisscrossing the country in private jets, delivering sermons calling for the extermination of ISKCON devotees and their supporters. This open call for genocide against minorities in Bangladesh is shocking, and the… pic.twitter.com/SUQphC08n7
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) December 8, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।