Bangladesh Violence: প্রধানমন্ত্রীর বাসভবনে তাণ্ডব; শাড়ি, ছাগল, হাঁস, মাছ, যে যা পারল, পালাল নিয়ে
Bangladesh Chaos: প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা তাঁর বাসভবন 'গণভবন' ছাড়ার পরেই সেখানে কার্যত শুরু হয়েছে আন্দোলনকারীদের 'তাণ্ডব- লুঠতরাজ'।
Bangladesh News: কারও হাতে হাঁস, কারও হাতে ছাগল, কারও হাতে মসলিন শাড়ি...
বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার (Sheikh Haisna) বাসভবনের এমন চিত্রই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গণভবনে (Ganabhaban) তাণ্ডব চালিয়েছেন আন্দোলনকারীদের একটা বড় অংশ। কোথাও দেখা গিয়েছে গণভবনের ভিতরে ঘরে ঢুকে বিছানায় শুয়ে রয়েছেন যুবকরা। আবার একদল যুবককে গণভবনের ভিতরে দাঁড়িয়ে খাবার খেতেও দেখা গিয়েছে। গণভবনের বাইরে, ভিতরে, সর্বত্র চলছে 'লুঠ'। হাতের সামনে যে যা পেয়েছেন তা নিয়েই রওনা দিয়েছেন। নাগাড়ে চলছে স্লোগান। চলছে ভাঙচুরও।
আর এই সবের মধ্যে সবচেয়ে বিস্ময়কর ছবি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙার দৃশ্য। হাতুড়ি হাতে মূর্তি বেয়ে উপরে চড়ে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তির মাথার অংশ। নীচে জমায়েত কয়েক হাজার লোকের। উল্লাসে স্লোগান দিচ্ছেন তাঁরা। সোমবার দুপুরের দিকেই গণভবনের গেটের তালা ভেঙে তার দখল নেয় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েন তাঁরা। বাইরের অংশে যে যা সামনে পেয়েছেন তা নিয়ে নিয়েছেন। ভিতরের দৃশ্যও বেশ অস্বস্তিকর। সোশ্যাল মিডিয়ায় প্রায় সমস্ত মাধ্যমে ছড়িয়ে পড়েছে এইসব ছবি। দেখা গিয়েছে, গণভবনের ভিতর থেকে দামি আসবাব, টেলিভিশন হাতে নিয়ে বেরিয়ে আসছেন লোকজন। কারও হাতে রয়েছে মাছ, মাংস। কেউ বা নিয়েছেন শাড়ি। গণভবন লেখা সাইনবোর্ড নিয়ে রিকশায় বসে যেতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। এক যুবকের হাতে দেখা গিয়েছে খরগোশ। এক যুবক আবার শাড়ি পরেও নিয়েছেন। তাঁর হাতেই আবার একটা বালতি জাতীয় জিনিসের মধ্যে রয়েছে কিছু জিনিসপত্র।
সোমবারই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা প্রদানের পরেই বোনকে সঙ্গে নিয়ে চপারে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। ইতিমধ্যেই ভারতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করেছে তাঁর বিমান। সূত্রের খবর, এখান থেকে তিনি লন্ডন উড়ে যেতে পারেন। অন্য সূত্রে খবর, ব্রিটিশ সরকার শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করেছে। এর পাশাপাশি সূত্রে খবর, ভারতে কিছুদিন থাকতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু নির্দিষ্ট ভাবে সরকারি কোনও ঘোষণা এখনও প্রকাশ্যে আসেনি। আপাতত বাংলাদেশে জারি হয়েছে সেনা শাসন। তবে পরিস্থিতি অশান্ত। শেখ হাসিনা গণভবন ছাড়ার পরেই সেখানে আন্দোলনকারীদের ঢুকে পড়তে দেখা গিয়েছে। কিছু অংশে আগুন লাগানোর খবরও এসেছে প্রকাশ্যে।
আরও পড়ুন- হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করল ব্রিটেন, খবর PTI-সূত্রে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।