Bangladesh Update: চিকিৎসা করাতে এসে বিপাকে, এপার বাংলায় আটকে বহু বাংলাদেশি
Bangladesh News: পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও উত্তাল বাংলাদেশ। সংঘর্ষ-হিংসায় একদিনে ১৩৫ জন নিহত। চট্টগ্রাম, রাঙামাটি, ফেনি, লক্ষ্মীপুরে আওয়ামি লিগের কর্মী, কার্যালয়ে হামলার খবর।
আবির দত্ত, কলকাতা: ভারতে চিকিৎসা করাতে এসে বিপাকে। প্রতিবেশী দেশে অশান্তির জেরে আটকে পড়েছেন বহু বাংলাদেশি (Bangladesh Update)। কীভাবে দেশে ফিরবেন, দেশে আত্মীয়রাই বা কেমন আছেন, তা নিয়ে উদ্বেগে এপারে আসা বাংলাদেশিরা।
আটকে বহু বাংলাদেশি: পড়শি দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। তার প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তে। কেউ ওদেশে গিয়ে আটকে পড়েছেন, কেউ আবার এদেশে এসে আর ফিরতে পারছেন না বাংলাদেশে। কলকাতার হাসপাতালে চিকিৎসা করাতে এসে বিপাকে পড়েছেন বাংলাদেশের নাগরিকরা। কলকাতার মির্জা গালিব স্ট্রিট, পার্ক স্ট্রিটে ওঠেন, তাঁদের জন্য পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিন কলকাতা থেকে বাংলাদেশিদের নিয়ে পেট্রাপোল সীমান্তের উদ্দেশে রওনা দেয় বাস। তবে যতক্ষণ না নিজেদের দেশে ফিরতে পারছেন, স্বজনদের দেখতে পারছেন ততক্ষণ পর্যন্ত উৎকণ্ঠা কাটবে বলেই মন্তব্য তাঁদের।
শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে পঞ্চসায়র এলাকায় হোটেলে উঠেছেন ওপার বাংলার বেশ কয়েকজন। কালই দেশে ফেরার কথা। কীভাবে ফিরবেন বুঝে উঠতে পারছেন না। তিন বোন চিকিৎসা করাতে এসেছিলেন কলকাতায়। টাকা ফুরিয়েছে। দেশে বাড়িঘরের কী অবস্থা জানতে না পেরে, উৎকণ্ঠায় রয়েছেন এপারে আটকে পড়া বাংলাদেশিরা। বাংলাদেশ অশান্ত হওয়ার জেরে বন্ধ কলকাতা-ঢাকা বাস পরিষেবা। চিকিৎসা বা ব্যবসার প্রয়োজনে ভারতে এসে আটকে পড়েছেন বাংলাদেশের নাগরিকরা। কীভাবে ফিরবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাসের টিকিট বুকিং করাতে এসে অনেককেই ফিরে যেতে হয়েছে। কবে স্বাভাবিক হবে কলকাতা-ঢাকা বাস পরিষেবা, বলতে পারছে না পরিবহণ সংস্থাগুলিও।
কেউ ব্যক্তিগত কারণে, কেউ আবার এসেছেন চিকিৎসা করাতে। কীভাবে ফিরবেন বুঝে উঠতে না পেরে বিপাকে পড়েছেন এই বাংলাদেশিরা। এদিন সকাল থেকে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে ভিড় করেন পদ্মাপাড়ের বহু মানুষ। বাংলাদেশের দিকে অভিবাসন দফতর গেট বন্ধ করে রাখায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা। কেউ ৭ দিন, কেউ ১০ দিন ভারতে এসেছেন।
অশান্তি অব্যাহত: দলত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও উত্তাল বাংলাদেশ। অশান্ত বাংলাদেশ সেনার দখলে যাওয়া পরেও রাতভর অশান্তি, সংঘর্ষের খবর সামনে এসেছে। একদিনে বাংলাদেশে নিহত ১৩৫। সকালে ঢাকায় বেশ কিছু সরকারি ভবন ও মন্ত্রীদের বাড়িতে আগুন ক্ষুব্ধ জনতার। রাতে শেরপুর জেলে হামলা চালায় জনতা। জেল ভেঙে উধাও হয়ে যায়। ৫১৮ জন বন্দি। সূত্রের খবর, উধাও হওয়া বন্দিদের মধ্যে আছে অন্তত ২০ জন জঙ্গি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bangladesh Update: বাংলাদেশের অশান্তিতে সিঁদুরে মেঘ, সীমান্তে বাণিজ্য বন্ধে বিপুল ক্ষতির আশঙ্কা