Bank Holidays December: আগামী ১০ দিনে ৬ দিন বন্ধ ব্যাঙ্ক, আপনার শহরে কী অবস্থা ?
Bank Holidays December 2021: নতুন বছর আসার আগে রয়েছে নির্দিষ্ট ছুটি। তবে এই ক্ষেত্রে রাজ্যের ওপর নির্ভর করবে ব্যাঙ্কের ছুটির তালিকা।
Bank Holidays December 2021: ব্যাঙ্কে কাজ থাকলে আগে সতর্ক হোন। আগামী ১০ দিনে ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। নতুন বছর আসার আগে রয়েছে নির্দিষ্ট ছুটি। তবে এই ক্ষেত্রে রাজ্যের ওপর নির্ভর করবে ব্যাঙ্কের ছুটির তালিকা। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে দেখে নিন আপনার শহরের ছুটির তালিকা।
Bank Holidays December 2021: ২০ ডিসেম্বর থেকে ব্যাঙ্কে ছুটির তালিকা
২৪ ডিসেম্বর - ক্রিসমাস ফেস্টিভ্যাল (আইজলে ব্যাঙ্ক বন্ধ)
২৫ ডিসেম্বর - ক্রিসমাস (বেঙ্গালুরু ও ভুবনেশ্বর ছাড়া সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ) শনিবার, (মাসের ৪র্থ শনিবার)
২৬ ডিসেম্বর- রবিবার (সাপ্তাহিক ছুটি)
২৭ ডিসেম্বর - বড়দিন উদযাপন (আইজলে ব্যাঙ্ক বন্ধ)
৩০ ডিসেম্বর - ইউ কিয়াং নাংবাহ (শিলং-এ ব্যাঙ্ক বন্ধ)
৩১ ডিসেম্বর - নববর্ষের আগের দিন (আইজলে ব্যাঙ্ক বন্ধ)
Bank Holidays December 2021: রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx -এ যেতে পারেন।
Bank Holidays December 2021: Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে।
এমনিতেই গত মাস ধরে বিভিন্ন উৎসবের কারণে অর্ধেকের বেশি সময় বন্ধ ছিল ব্যাঙ্ক। এবার বছর শেষের আগেও সরকারি, বেসরকারি ব্যাঙ্কে ঝুলবে তালা। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির। সেই ক্ষেত্রে অনলাইনে অ্যাকাউন্টে থাকলে লেনদেনে সমস্যা হওয়ার কথা নয় গ্রাহকদের।
আরও পড়ুন : New credit-debit card rules: ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম, মুছে যাবে আপনার কার্ডের ডেটা
SBI 3-in-1 Account: এক অ্যাকাউন্টে তিন কাজ, স্টেট ব্যাঙ্কের নয়া অফার