Afghanistan Crisis: শুরুতেই সংঘাত ! কান্দাহারে পালাল তালিবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা বরাদর
বিবিসিকে তালিবানের এক সূত্র জানিয়েছে, মোল্লা বরাদরের সঙ্গে খলিল-উর-রহমান-হক্কানির বচসায় জড়িয়ে পড়ে তাদের অনুগামীরা। যার ফলে প্রেসিডেন্সিয়াল প্যালেসে একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়।
নয়াদিল্লি: আফগানিস্তানে তালিবানি সরকার প্রতিষ্ঠা নিয়ে তুমল বচসার জের, দেশ ছেড়ে পালাল একদা তালিবানের মুখ মোল্লা বরাদর। সম্প্রতি এই রিপোর্ট সামনে এনেছে বিবিসি।
কী বলছে রিপোর্ট ?
রিপোর্টে বলা হয়েছে, গত সপ্তাহে কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসে সরাসরি সংঘাতের উপক্রম হয় তালিবান ও হক্কানিদের মধ্যে। সবার সামনেই মোল্লা বরাদরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় খলিল হক্কানির। যার ফলে দু-জনের অনুগামীরাও বচসায় জড়ায়।শোনা যাচ্ছে, তালিবানের সঙ্গে মন্ত্রিসভা গঠন নিয়ে মতের মিল না হওয়ায় আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না মোল্লা বরাদরকে।
খবর নিশ্চিত করলে কে ?
বিবিসিকে তালিবানের এক সূত্র জানিয়েছে, মোল্লা বরাদরের সঙ্গে খলিল-উর-রহমান-হক্কানির বচসায় জড়িয়ে পড়ে তাদের অনুগামীরা। যার ফলে প্রেসিডেন্সিয়াল প্যালেসে একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। দু'জনের মধ্যে কথা কাটাকাটি হওয়ায় আরও বিগড়ে যায় পরিস্থিতি। এরপর থেকেই কাবুল ছেড়ে চলে যায় মোল্লা বরাদর। বর্তমানে কান্দাহারে রয়েছে সে।
কী নিয়ে মোল্লা বরাদর বনাম হক্কানির সংঘাত ?
বিবিসিকে তালিবানের সূত্র জানিয়েছে, আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী পদ পেলেও মন্ত্রিসভা নিয়ে খুশি ছিল না বরাদর। অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়েও আপত্তি ছিল তার। মোল্লা বরাদরের দাবি, তার নেতৃত্বে কূটনীতির মাধ্যমেই আফগানিস্তানে জয় এসেছে। যদিও এই বিষয়টা মানতে পারছে না হক্কানির দলবল। তাদের পাল্টা দাবি, অনবরত যুদ্ধের ফলেই দেশ ছেড়ে পালিয়েছে আমেরিকা।
গত কয়েক বছরে আফগানিস্তানে ভয়ানক হামলা চালিয়েছে হক্কানি নেটওয়ার্ক। যাতে ক্ষতি হয়েছে আফগানিস্তান ও মার্কিন সেনার। এখনও হক্কানিদের সন্ত্রাসবাদীর তালিকায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি হক্কানিদের সঙ্গে বচসার পর থেকে উধাও হয়ে যায় বরাদর। সোশ্যাল মিডিয়ায় খবর রটে যায়, মারা গিয়েছে তালিবানের অন্যতম প্রধান মুখ। শোনা যাচ্ছে, সরকারের পথ চলার সময় এই ধরনের বিতর্ক সামনে আনতে রাজি নয় তালিবান। বিবিসির খবর, শীঘ্রই কাবুলে ফিরে আসতে পারে মোল্লা বরাদর। মূলত, হক্কানিদের সঙ্গে তার কোনও ঝামেলা হয়নি বলতেই ক্যামেরার সামনে আসতে পারে আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী।
আরও পড়ুন : Taliban News: গোষ্ঠী সংঘর্ষে মোল্লা বরাদরের মৃত্যুর খবর অস্বীকার করল তালিবান