এক্সপ্লোর
Advertisement
টিটাগড়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু কলেজ ছাত্রের, গ্রেফতার ২
সূত্রের খবর, গতকাল রাতে নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তৌফিক। সেই সময় দু’তিনজন দুষ্কৃতী সেখানে আসে।
কলকাতা: দষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল কলেজ ছাত্রের। ঘটনাটি ঘটেছে টিটাগড় পুরসভার ১৯ নম্বর ওর্য়াডে উড়ান পাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম তৌফিক আলি। তিনি ব্যারাকপুরের সুরেন্দ্র নাথ কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
সূত্রের খবর, গতকাল রাতে নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তৌফিক। সেই সময় দু’তিনজন দুষ্কৃতী সেখানে আসে। তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই যুবক। অভিযোগ, সেই সময় ওই ছাত্রকে তিনটি গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই ছাত্রের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদ করায় খুন করা হয়েছে ওই ছাত্রকে। ওই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একজন এখনও পলাতক। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।
শুক্রবার ভর সন্ধেবেলায় ঘটে এই ঘটনা। এলাকায় 'ভাল ছেলে' বলে পরিচিত তৌফিক। ঘটনার পর থেকেই এলাকার অবস্থা থমথমে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement