এক্সপ্লোর
Advertisement
জল্পনার মধ্যেই এবার সৌরভের সঙ্গে সাক্ষাৎ সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসা নিয়ে জোর জল্পনা চলছে। এরইমধ্যে সৌরভের বাড়িতে গেলেন সিপিএম বিধায়ক তথা শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্য। সৌরভকে ঘিরে জলতি জল্পনা সম্পর্কে অশোক ভট্টাচার্যর মতামত, তাঁর রাজনীতিতে যোগ দেওয়া ঠিক হবে না। কারণ ক্রিকেটেই তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে।
কলকাতা: বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসা নিয়ে জোর জল্পনা চলছে। এরইমধ্যে সৌরভের বাড়িতে গেলেন সিপিএম বিধায়ক তথা শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্য। সৌরভকে ঘিরে জলতি জল্পনা সম্পর্কে অশোক ভট্টাচার্যর মতামত, তাঁর রাজনীতিতে যোগ দেওয়া ঠিক হবে না। কারণ ক্রিকেটেই তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। কয়েকমাস আগেই আগেই অশোক ভট্টাচার্যের লেখা বই প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ।
ভারতীয় ক্রিকেট দলের দলের প্রাক্তন অধিনায়ক সৌরভের সঙ্গে অশোক ভট্টাচার্যের সম্পর্ক নতুন নয়। বামফ্রন্ট সরকারের মন্ত্রী থাকাকালেই অশোকের সঙ্গে সৌরভের সুসম্পর্ক। সেই সম্পর্ক আজও অটুট।
রাজ্য বিধানসভা আসনে সৌরভ বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন, এমন জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে। যদিও এ ব্যাপারে বিজেপি বা সৌরভের পক্ষ থেকে কোনও কিছুই জানানো হয়নি। এরইমধ্যে কয়েকদিন আগে সৌরভের হঠাৎ রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করার ঘটনা সেই জল্পনা আরও উস্কে দেয়। বিসিসিআই প্রেসিডেন্টের দাবি, রাজ্যপালের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন রাজভবনে। জগদীপ ধনকড় জানিয়েছেন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে ইডেনে যাবেন।
এরপর আবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অরুণ জেটলির মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে একমঞ্চে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দুই ঘটনায় সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা আরও তীব্র হয়। যদিও সৌরভ এ সংক্রান্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। এরইমধ্যে সৌরভের সঙ্গে সাক্ষাৎ অশোকের। তাও আবার মহারাজের বাড়িতে।
ফেসবুক পোস্টে অশোক ভট্টাচার্য লিখেছেন, 'আজ সৌরভ গাঙ্গুলির বাড়িতে বসে সৌরভ আর ডোনার সাথে অনেক গল্প হলো ।শিলিগুড়ির খবর, ক্রিকেট নিয়ে আলোচনা হলো । আমি ইলেকশনে লড়ছি কিনা তাও জানতে চাইলো!তার জন্যে আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলো ।
রাজনীতির কথা প্রসঙ্গে আমার মত,ওর রাজনীতিতে যুক্ত না হওয়া, তাও বলেছি । কথা প্রসঙ্গে বলেছি ক্রিকেট ওকে জন প্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে । দেশের মানুষ চায় তা যেন অব্যাহত থাকে । ওর সাথে শিলিগুড়ির ক্রিকেট নিয়েও কথা হয় । ও সব রকম সহযোগিতা করবে । একবার এসব নিয়ে কথা বলতে শিলিগুড়িতে আসবে । তখন আমাদের বাড়িতে গিয়ে ওর কাকিমার সাথে দেখা করে আসবে বললো । ছবিটা তুলেছে ডোনা '।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement