Weather Update: কুয়াশায় 'দৃষ্টিহীন' কলকাতা, কী অবস্থা দুই দিনাজপুরের ?
Weather Update: ঘন কুয়াশার চাদরে ঢাকল দক্ষিণবঙ্গ। সাতসকালে সবথেকে খারাপ অবস্থা হয়েছে কলকাতার। মাত্র ২ ফুটের দূরত্বে দেখা যাচ্ছে না কিছুই।
Weather Update: ঘন কুয়াশার চাদরে ঢাকল দক্ষিণবঙ্গ। সাতসকালে সবথেকে খারাপ অবস্থা হয়েছে কলকাতার। মাত্র ২ ফুটের দূরত্বে দেখা যাচ্ছে না কিছুই। যার জেরে দুর্ঘটনার কবলে পড়েছে অনেক গাড়ি। সেখানে স্বস্তির নিশ্বাস ফেলছে রাজ্যের এই দুই জেলা।
আবহাওয়ার পূর্বাভাস বলছে , আজ দিনভর পরিষ্কার আকাশ থাকবে দুই দিনাজপুরে। দুপুরের দিকে জেলার কিছু অংশে হালকা মেঘ দেখা দিতে পারে। তবে দীর্ঘক্ষণ তা স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। হাওয়া অফিস বলছে, আজ সকাল আটটার মধ্য়ে তাপমাত্রা বেড়ে হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ তাপমাত্রা বাড়তে পারে এই দুই জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সকালে পরিষ্কার আকাশ থাকলেও দুপুর হতেই মেঘলা আকাশ থাকবে উত্তর দিনাজপুরে। তবে জেলার সব জায়াগয় এই পরিবেশ নাও দেখা যেতে পারে। শুরুতে ভোগাতে পারে আদ্রতজনিত অস্বস্তি। আদ্রতা বেশি হওয়ায় শীত দেখা যাবে না দুই দিনাজপুরে।
সকালেই বাতাসে আদ্রতার আপেক্ষিক পরিমাণ দাঁড়াতে পারে ৯৬ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া বইতে পারে ৮ কিমি বেগে। সেই ক্ষেত্রে উদ্বেগ বাড়াতে পারে আদ্রতজনিত অস্বস্তি।
South Dinajpur Weather update: উত্তরের প্রভাব পড়তে পারে দক্ষিণে। তাপমাত্রার পারদ এই জেলাতেও আজ বাড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, তাপমাত্রা সকালে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে । দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়াতে পারে ৯৩ শতাংশ। ঘণ্টায় ৬ কিমি বেগে বইতে পারে দক্ষিণের বাতাস।
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
• নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি