West Bengal News Live: রাজ্যে টানা ১৮দিন তিরিশের উপরেই মৃত্যু, দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
আজ থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা (Temperature)। আগামী ৩-৪ দিনে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে আলিপুর (Alipore) আবহাওয়া দফতরের পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে।
নোয়াপাড়ায় (Noapara) তৃণমূল নেতা (TMC Leader) সুশান্ত মজুমদারকে (Sushanta Majumdar) খুনের ঘটনায় পুলিশের হাতে নতুন তথ্য। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আততায়ীরা সংখ্যায় ছিল দুইয়ের বেশি। গতকাল পুলিশ কুকুর আনা হয়। স্নিফার ডগ প্রথমে ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছুটে চলে যায় কয়েকশো মিটার দূরে নিহত তৃণমূল নেতার বাড়িতে। এরপর ঘটনাস্থলে ফিরে এসে এবার বাপুজিনগর এলাকায় একটি মাঠে যায় পুলিশ কুকুর। সেখান থেকে চলে যায় রেললাইনে। শিয়ালদা-কৃষ্ণনগর মেন শাখায় ইছাপুর ও শ্যামনগর স্টেশনের মাঝে রেললাইনের ওপারে মায়া পল্লি। সেদিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে পুলিশ কুকুর। তবে কি আততায়ীরা মায়া পল্লির দিকে পালিয়ে গিয়েছিল? তৃণমূল নেতার খুনের নেপথ্যে কি স্থানীয় দুষ্কৃতীরা? নাকি তৃণমূল নেতার গতিবিধি জানতে স্থানীয় দুষ্কৃতীদের সাহায্য নিয়েছিল আততায়ীরা? উঠছে একাধিক প্রশ্ন।
কোপাই নদীর তীর থেকে উদ্ধার হল অর্ধনগ্ন এক মহিলার দেহ। এই রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিনিকেতন থানা ও পাড়ুই থানার পুলিশ। শান্তিনিকেতন থানার অন্তর্গত বল্লভপুরডাঙ্গা গ্রামের বাইরে কোপাই নদীর তীর থেকে উদ্ধার হল দেহ। যদিও এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি , কিভাবে মৃত্যু হলো , পুরো ঘটনার প্রাথমিক তদন্ত করে দেখছে পুলিশ ।
পুরভোটের মুখে উদয়ন গুহর ‘দুয়ারে প্রহার’ হুঁশিয়ারির বিরোধিতা করে কোতয়ালি থানায় হিংসায় ইন্ধনের মামলা রুজু করল বিজেপি। উদয়নের বক্তব্য ব্যক্তিগত মত। দল তাকে সমর্থন করে না। এমনটাই জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। যদিও দিনহাটার তৃণমূল বিধায়ক এই সব বিতর্কে আমল দিতে নারাজ।
বিক্ষুব্ধ বিজেপির পিকনিক পলিটিক্স ঘিরে বঙ্গ রাজনীতি যখন সরগরম, তার মধ্যেই এবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে পিকনিক শুরু করল তৃণমূল। বনগাঁ ও অশোকনগরে দেখা গিয়েছে এমনই ছবি। পুরভোটর মুখে তৃণমূলের এই পিকনিক তৎপরতাকে কটাক্ষ করেছে বিজেপি। আমল দিতে নারাজ শাসক শিবির।
WB News Live Updates: খেজুরি বিস্ফোরণকাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর ঘটনাস্থলে গেল NIA
খেজুরি বিস্ফোরণকাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর ঘটনাস্থলে গেল NIA। সঙ্গে ছিল ফরেন্সিক দলও। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয় নমুনা। তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।
WB News Live Updates:কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ বাড়ল বাজেটে
কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ বাড়ল বাজেটে । গতবারের তুলনায় ২০০ কোটি টাকা বাড়ল বরাদ্দ। চলতি আর্থিক বছরে কলকাতা মেট্রোর জন্য ১১০০ কোটি টাকা বরাদ্দ।
WB News Live Updates: ভোটের আগে সল্টলেকে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ
ভোটের আগে সল্টলেকে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা। বিজেপির নির্বাচনী কার্যালয়ে কর্মীদের মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।
WB News Live Updates: কল্যাণী জেএনএম হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন
এবার কল্যাণী জেএনএম হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন। রাত ৯.১৫: হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন। ‘আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন একজন রোগী’। ‘আগুন লাগার পরেই তড়িঘড়ি বের করে আনা হয় রোগীকে’। কীভাবে ফের হাসপাতালে আগুন? এখনও ধোঁয়াশা।
WB News Live Updates:কাল তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে
কাল তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। শাসক দলের তরফে জানানো হয়েছে, বিজেপি বাদে সাংগঠনিক নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে।