WB News Live Updates: শান্তনু ঠাকুরের বাড়িতে জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...
LIVE
Background
ফেব্রুয়ারি মাস থেকেই দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) থেকে মিলবে করোনা টিকা। করা হবে ডায়াবেটিস (Diabetes), মুখের ক্যানসার (Mouth Cancer), চোখ পরীক্ষাও। দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণের পরিকাঠামো তৈরির নির্দেশ। জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ স্বাস্থ্য দফতরের। ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এই প্রথম দুয়ারে সরকার কর্মসূচিতে টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
সাঁকরাইল থানার অন্তর্গত চুনাভাটি এলাকায় গৃহবধূকে মারধর করে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিলো গত ২০ শে জানুয়ারি।এই ঘটনায় দুষ্কৃতীরা এখনও অধরা।তবে তাদের চিহ্নিত করতে এবার স্কেচ আঁকাল পুলিশ।নির্যাতিতা গৃহবধূর কাছে দুষ্কৃতীদের বর্নণা শুনে দুই দুস্কৃতির স্কেচ আঁকায় পুলিশ।বিভিন্ন থানায় এই স্কেচ পাঠিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে।
পিকআপ ভ্যান উল্টে নয়ানজুলিতে। আহত ২০ জন শ্রমিক। চার জনের আঘাত গুরুতর। আহত দের নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে।
নয়াগ্রামের টুপুরিয়া গ্রামের চল্লিশ জন শ্রমিক পিকআপ ভ্যানে করে পার্শ্ববর্তী ললাট গ্রামে ধান রুইতে গিয়েছিলেন। ফেরার পথে কেশিয়ারি ব্লকের আমতলা গ্রামের কাছে পিকআপ ভ্যান উল্টে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপভ্যানটি নয়নজুলিতে গিয়ে পড়ে।
প্রায় দু’বছর ধরে বন্ধ থাকা খিদিরপুর রুটে ট্রাম চলাচল ফের চালু করার আশ্বাস দিলেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি জানিয়েছেন, শীঘ্রই এই বিষয়ে পরিবহণমন্ত্রীকে রিপোর্ট দেবেন তিনি। ২০২০ সালের মে মাসে আমফানের জেরে খিদিরপুর রুটে অধিকাংশ ক্ষেত্রেই ট্রামের ওভারহেডের তার ছিড়ে যায়। তারপর থেকেই এই রুটে ট্রাম চলাচল বন্ধ ছিল। ফের ট্রাম পরিষেবা শুরুর দাবিতে বিক্ষোভও হয়।
WB News Live Updates: নারকেলডাঙা ক্যানাল ওয়েস্ট রোডকে বেআইনি পার্কিং থেকে মুক্ত করতে উদ্যোগী প্রশাসন
নারকেলডাঙা ক্যানাল ওয়েস্ট রোড থেকে বেআইনি পার্কিং সরাতে উদ্যোগী হল কলকাতা পুরসভা এবং পুলিশ-প্রশাসন। শনিবার ওই রাস্তার পরিস্থিতি সরেজমিনে দেখতে যান প্রশাসন এবং পুলিশ আধিকারিকরা। সেখানে বেআইনি ভাবে রাস্তা জুড়ে গাড়ি রাখা হয়েছে বলে অভিযোগ। তা হটাতে সোমবার থেকে মাইকে প্রচার চালানো হবে। তার পর গাড়ি সরানোর জন্য সাত দিন সময় দেওয়া হবে সকলকে। তার মধ্যে রাস্তা খালি না করলে গাড়ির মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
West Bengal News Live: কলকাতায় বসছে আরএসএস-এর পর্যালোচনা বৈঠক
আরএসএস-এর অখিল ভারতীয় সর্বোচ্চ পদাধিকারীদের পর্যালোচনা বৈঠক বসছে কলকাতায়।
WB News Live Updates: বালিগঞ্জ স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে রেললাইনে গাড়ি
বালিগঞ্জ স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে রেললাইনে গাড়ি! ৩জনকে আটক করে জিজ্ঞাসাবাদ রেল পুলিশের
West Bengal News Live: গোয়ায় তৃণমূলের ইস্তেহার, ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি
গোয়া বিধানসভা ভোটে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। ২ লক্ষ নতুন চাকরির প্রতিশ্রুতি।
WB News Live Updates: শান্তনু ঠাকুরের বাড়িতে জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি
শান্তনু ঠাকুরের বাড়িতে জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি। জল্পনা উস্কে বিজেপি সাংসদের বাড়িতে সাময়িক বরখাস্ত ২ নেতা। সন্ধেয় শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়কও। যদিও বৈঠক নিয়ে মুখ খোলেননি কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস বিশ্বাস।