West Bengal News Live: কাল থেকে পেট্রোলে লিটারপ্রতি ৫ টাকা ও ডিজেলে ১০ টাকা দাম কমছে, জানাল কেন্দ্র
West Bengal News Live Updates: কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজোয় ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকলেও ভিড় করা যাবে না মণ্ডপে।
LIVE
Background
অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, কলকাতা: উপনির্বাচনের ফল ঘোষণা হতেই পুরভোট নিয়ে শুরু হল আলোচনা। সূত্রের খবর, বড়দিনের আগেই কলকাতা, বিধাননগর, হাওড়ার পুরভোট এবং ফল ঘোষণা সেরে ফেলতে চায় রাজ্য। তারপর দু-তিন দফায় বাকি পুরসভায় ভোট হতে পারে। মঙ্গলবার পুর দফতর ও রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের মধ্যে এনিয়ে কথা হয়েছে।
সামনের মাসেই কি রাজ্যে পুরভোট? বড়দিনের আগেই কি কলকাতা পুরসভার ভোট এবং ফল ঘোষণা হয়ে যাবে? সূত্রের খবর, রাজ্য সরকার চাইছে, বড়দিনের আগেই কলকাতা, বিধাননগর এবং হাওড়া পুরসভার ভোট সেরে ফেলতে। ১৯ ডিসেম্বর কলকাতা-সহ এই তিন পুরসভায় ভোট হতে পারে। ফল ঘোষণা হতে পারে ২২ ডিসেম্বর। ভাইফোঁটার পরই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে। নবান্ন সূত্রে খবর, পুর ও নগরোন্নয়ন দফতর প্রাথমিক আলোচনা শুরু করেছে। প্রাথমিকভাবে ডিসেম্বরের ভোট ভেবে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কালীপুজোর পরে।
এ বিষয়ে পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘আমাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কদিন যাক, দেখতে পাবেন।’
মঙ্গলবারই চার কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এই ফলের নিরিখে তিনটি পুরসভার যে ছবি সামনে এসেছে, তাতে তৃণমূলেরই অ্যাডভান্টেজ। বিধানসভাক উপনির্বাচনের ফলের নিরিখে দিনহাটা পুরসভার ১৬টি ওয়ার্ডের সবক’টিতেই এগিয়ে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে এই সবক’টি ওয়ার্ডেই এগিয়েছিল বিজেপি। আর ২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে দিনহাটা পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে ছিল ১৫টিতে।
বিধানসভার উপনির্বাচনের ফলের নিরিখে খড়দা পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে সবক’টিতেই তৃণমূল এগিয়ে। গত বিধানসভার ফলের নিরিখেও এই সবক’টি ওয়ার্ডে তৃণমূলই এগিয়ে ছিল। আর ২০১৯ সালের লোকসভা ভোটের ফলের নিরিখে তৃণমূল ১০টি ওয়ার্ডে পিছিয়ে ছিল।
বিধানসভা ভোটে বিজেপির জেতা শান্তিপুর কেন্দ্রটি উপনির্বাচনে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। উপনির্বাচনের এই ফলের নিরিখে শান্তিপুর পুরসভার ২৪টি ওয়ার্ডের ২৩টিতে এগিয়ে তৃণমূল। একটি ওয়ার্ডে এগিয়ে সিপিএম। গত বিধানসভা ভোটের ফলের নিরিখে তৃণমূল-বিজেপির স্কোর ছিল ১২-১২। আর গত লোকসভা ভোটের ফলের নিরিখে এই ২৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে ছিল ২২টিতে।
অর্থাৎ পরিসংখ্যানেই স্পষ্ট যে, লোকসভার তুলনায় বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনে সমীকরণ পুরো পাল্টে গেছে। বিজেপির দাবি, এই কারণেই এখন পুরভোট নিয়ে তৎপর হয়েছে রাজ্য সরকার।
রাজ্যে মোট ১১২টি পুরসভায় ভোট বাকি রয়েছে। সূত্রের খবর, ডিসেম্বরে কলকাতা, বিধাননগর, হাওড়া পুরসভায় ভোট করাতে চায় রাজ্য সরকার। তারপর বাকি পুরসভাগুলিতে দু-তিন দফায় ভোট হতে পারে।
WB News Live Updates: স্বাস্থ্যসাথী কার্ড থাকলে রোগীকে ফেরাতে পারবে না কোনও বেসরকারি হাসপাতাল
স্বাস্থ্যসাথী কার্ড থাকলে রোগীকে ফেরাতে পারবে না কোনও বেসরকারি হাসপাতাল। শনি এবং রবিবারও স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাপ্রুভালের কাজ হয়। ফলে দেওয়া যাবে না ছুটির দিনের অজুহাতও। আজ এই নির্দেশ দিয়েছেন রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায়। কোনও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ যদি স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করে, তাহলে সংশ্লিষ্ট হাসপাতালের রিশেপসনে দাঁড়িয়েই, কার্ডের পিছন দিকে থাকা হেল্পলাইন নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি হেল্পলাইন নম্বরে যোগাযোগ না করা গেলে, সেক্ষেত্রে এ নিয়ে অভিযোগ জানাতে আরও চারটি হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন।
WB News Live: আন্দোলন প্রত্যাহার করলেন আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুয়ারা
১ মাসেরও বেশি সময় ধরে চলা অনশন আন্দোলন প্রত্যাহার করলেন আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। অধ্যক্ষের পদত্যাগ, স্টুডেন্টস কাউন্সিল ও হস্টেল সংক্রান্ত নানা দাবিদাওয়া নিয়ে গত ৩০ সেপ্টেম্বর থেকে অনশনে বসেছিলেন তাঁরা। আন্দোলন চলাকালীন অনেকে অসুস্থ হয়ে পড়েন। তবে অনশন প্রত্যাহার করলেও, এখনই থামছে না আন্দোলন। তৈরি হয়েছে ছাত্র ঐক্য বলে একটি মঞ্চ। যে মঞ্চে আছেন আর জি কর-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। তাঁরা জানিয়েছেন, ছাত্র ঐক্য নামের ওই মঞ্চের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
WB News Live Updates: রাজ্য সরকারেরও এক্সাইজ ডিউটি কমানো উচিত প্রদীপ ভট্টাচার্য
পেট্রোল-ডিজেলে দাম কমা নিয়ে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন,'মনে রাখতে হবে কেন্দ্রীয় সরকার এক্সাইজ ডিউটি কমিয়েছে, তেলের দাম কমায়নি। এক্সাইজ ডিউটি যেমন কেন্দ্র সরকার নেয়, রাজ্য সরকারও নেয়। রাজ্য সরকারের উচিত আরও একটু এগিয়ে এসে এক্সাইজ ডিউটি কমানো। এটা তাৎক্ষণিক। এর জন্য় যে তেলের দাম ভবিষ্যতে কমবে না, তার কোনও কথা নেই।'
WB News Live: পেট্রোল-ডিজেলের দাম কমায় স্বস্তিতে সাধারণ মানুষ
মধ্যরাত থেকে পেট্রোলে লিটারপ্রতি ৫ টাকা ও ডিজেলে লিটারপ্রতি ১০ টাকা কমছে। দাম কমার সিদ্ধান্তে স্বস্তিতে সাধারণ মানুষ। অল্প হলেও সমস্যা লাঘব হবে বলেই প্রতিক্রিয়া বেশিরভাগের।
WB News Live Updates: কাল থেকে কমছে পেট্রোল ও ডিজেলের দাম
পেট্রোল-ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্র। পেট্রোলে ৫ টাকা এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্র। ডিজেলে ১০ টাকা এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্রীয় সরকার। কাল থেকেই সিদ্ধান্ত কার্যকর। ‘গ্রাহকদের স্বার্থে পেট্রোল-ডিজেলে ভ্যাট কমাক রাজ্য’, রাজ্যগুলির কাছে আবেদন কেন্দ্রীয় সরকারের। রবি মরসুমে কৃষকদের সুবিধার্থেই সিদ্ধান্ত, জানাল কেন্দ্র।