Uttarakhand EV Accident: গতি বাড়াতে বাধ্য করেন বনকর্তারা, ওভারলোড করা হয়; উত্তরাখণ্ডে EV দুর্ঘটনায় নয়া FIR দাবি
Pravaig Dynamics : ওই সংস্থা বলেছে যে, গাড়িটি শুধুমাত্র রাজাজি জাতীয় উদ্যানের মধ্যে টেস্ট ড্রাইভের জন্য রাজ্য বন বিভাগ দ্বারা অনুমোদিত ছিল।
নয়াদিল্লি : নতুন করে FIR করা হোক। কারণ, উত্তরাখণ্ড পুলিশ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে দিয়েছে। এমনই দাবি জানাল বেঙ্গালুরুর ইলেক্ট্রিক ভেহিকল স্টার্টআপ Pravaig Dynamics। যাদের EV ট্রায়াল রানের (Trial Run) সময় মর্মান্তিক দুর্ঘটনার মুখে পড়ে।
গাড়ির চালক দাবি জানিয়েছেন, তাঁকে জোরে গাড়ি চালাতে বাধ্য করা হয়েছিল এবং গাড়ি ওভারলোড করা হয়। উত্তরাখণ্ডের রাজাজি ব্যাঘ্র সংরক্ষণে সংশ্লিষ্ট EV-র ট্রায়াল রানের সময় দুর্ঘটনায় মৃত্যু হয় দুই ফরেন্স রেঞ্জারের এবং ঘটনার পর থেকে এক মহিলা ওয়ার্ডেন নিখোঁজ আছেন। আঘাত নিয়ে আরও পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরাখণ্ড পুলিশ বুধবার এই ঘটনায় এফআইআর দায়ের করে। যা নিয়ে সংস্থার বক্তব্য, জটিল বিষয়গুলি এড়িয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে ট্রায়ালের অনুমোদন দিয়েছিল বন দফতর। ট্রায়ালের জন্য থাকা ওই EV ওভারলোড করে দিয়েছিলেন বন দফতরের আধিকারিকরা। নির্দিষ্ট সীমানার বাইরে কার্যত উড়িয়ে নিয়ে যাওয়া হয় গাড়িটিকে।
ড্রাইভার পৃথকভাবে বলেছেন যে বন দফতরের কর্মকর্তারা তাঁকে অল-টেরেন ইলেকট্রিক এসইউভির ট্রায়ালের সময় ওভারলোড করতে এবং গতি বাড়াতে বাধ্য করেছিলেন। চালক আশবিন বিজু একজন বিই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উত্তরাখণ্ডের বন বিভাগ কর্তৃক অনুমোদিত প্রথম টেস্ট ড্রাইভ সোমবার সকালে কোনও ঘটনা ছাড়াই হয়েছিল বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। বিকালে দ্বিতীয় দফায় বন কর্তারা তাঁকে নিয়ে মোট ১০ জনকে গাড়িতে নিয়ে যেতে বাধ্য করেছিলেন বলে দাবি চালকের। যদিও গাড়ির ধারণক্ষমতা ছিল ৮ জনের।
ওই সংস্থা বলেছে যে, গাড়িটি শুধুমাত্র রাজাজি জাতীয় উদ্যানের মধ্যে টেস্ট ড্রাইভের জন্য রাজ্য বন বিভাগ দ্বারা অনুমোদিত ছিল। সেই অনুমতি বন বিভাগের কর্তাদের তাদের অনুমোদনে দেওয়া ক্ষমতা লঙ্ঘনের অনুমতি দেয়নি। বনকর্তাদের তাদের চালককে গতি সীমা লঙ্ঘনের নির্দেশ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এমনই বিবৃতিতে বলা হয়েছে। যা এফআইআরে যুক্ত করা হয়নি বলে তাদের দাবি। তাই সামগ্রিক এই বিষয়গুলি যুক্ত করার জন্য তারা উত্তরাখণ্ড পুলিশের কাছে আবেদন জানিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন ; SUV-র সঙ্গে পাল্লা দেবে EV-ও ! ডিজাইন থেকে রেঞ্জ, টাটা কার্ভ ইভির এক্স ফ্যাক্টর জানেন ?