Bus Fire: ভয়াবহ আগুনে খাক একের পর এক বাস! আকাশ ঢাকল ধোঁয়ায়
Bengaluru Bus Fire:সপ্তাহের শুরুর দিন সকালে এমনই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

বেঙ্গালুরু: ভয়াবহ আগুনে পুড়ে খাক একের পর এক বাস। সপ্তাহের শুরুর দিন সকালে এমনই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। একটা থেকে আরেকটা বাসে ছড়িয়ে যাচ্ছিল আগুন (Bengaluru Bus Fire)। ধোঁয়ার ঢেকে যাচ্ছিল গোটা এলাকা। সোমবার সকালে বেঙ্গালুরুর বীরভদ্র নগরে এই দুর্ঘটনা ঘটেছে।
একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ। সেখানে দেখা যাচ্ছে। একটা ছাউনির মতো জায়গায় নীচে দাউদাউ করে জ্বলছে একাধিক বাস। আর ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। বিধ্বংসী আগুন মোকাবিলায় সঙ্গে সঙ্গেই কাজে নামে দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্ত্বে আনা হয় আগুন। প্রশাসন সূত্রের খবর, কেউ এই ঘটনায় জখম হননি।
কীভাবে লাগল এমন আগুন?
বাস ডিপোয় দাঁড়িয়ে ছিল বাসগুলি। অগ্নিকাণ্ডে অধিকাংশ বাসই পুড়ে গিয়েছে। PTI সূত্রে খবর, সন্দেহ করা হচ্ছে কাছের কোনও গ্যারাজ থেকে এমন আগুন লাগতে পারে। সেখান থেকেই ডিপোয় থাকা সব বাসে ছড়িয়ে গিয়েছে সেই আগুন। তাতেই পুড়ে খাক হয়ে গিয়েছে এতগুলি বাস।
PTI সূত্রে খবর, দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন গ্যারাজে অন্তত চারটি বাস দাঁড়িয়েছিল। দমকলকর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় লাগাম টানে অগ্নিকাণ্ডে।
#WATCH | Private buses parked in a bus depot in Bengaluru's Veerabhadranagar catch fire
— ANI (@ANI) October 30, 2023
Detailed awaited. pic.twitter.com/gC0WAmksCZ
দমকল ও বিপর্যয় মোকাবিলার ডিরেক্টর জেনারেল কমল পন্থ জানিয়েছেন, এই ঘটনায় কোনওরকম জখম বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজ থেকে এই আগুন ছড়িয়েছিল বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: কেরল সিরিয়াল ব্লাস্টে দুবাই-কানেকশন? ফেসবুক লাইভে কী কী বলেছিলেন আত্মসমর্পনকারী ডমিনিক?






















