Cockroach In Gulab Jamun: গুলাব জামুনের বাটিতে মরা আরশোলা, ৫ বছর মামলার পর এই রায় দিল আদালত
Cockroach In Gulab Jamun: ২০১৬ সালের কথা। বন্ধুর সঙ্গে কাপালি সিনেমা হলের কাছে কামাথ হোটেলে গিয়েছিলেন আইনজীবী কেএম রাজান্না। মেনুতে ধোসার সঙ্গে গুলাব জামুন অর্ডার করেছিলেন তিনি।
বেঙ্গালুরু: মিষ্টির পাত্রে মরা আরশোলা দেখে চমকে গিয়েছিলেন গ্রাহক। ছবি তুলতে গেলেই হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে। যার প্রতিবাদে বেঙ্গালুরুর রেস্তরাঁর খারাপ খাবার পরিবেশন নিয়ে মামলা করেছিলেন সেই কাস্টমার। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর অবশেষে এল সেই রায়।
২০১৬ সালের কথা। বন্ধুর সঙ্গে কাপালি সিনেমা হলের কাছে কামাথ হোটেলে গিয়েছিলেন আইনজীবী কেএম রাজান্না। মেনুতে ধোসার সঙ্গে গুলাব জামুন অর্ডার করেছিলেন তিনি। যদিও খাবার টেবিলে আসতেই চমকে ওঠেন রাজান্না। বেঙ্গালুরুর ওই আইনজীবী দেখতে পান, মিষ্টির বাটিতে মরা আরশোলা রয়েছে। নিমেষেই রেস্তরাঁর খারাপ খাবারের ছবি ক্যামেরাবন্দি করতে যান তিনি। অভিযোগ, ছবি তুলতে গেলেই তাঁর সঙ্গে বচসা শুরু হয় রেস্তরাঁর স্টাফদের। এমনকী বচসা ধস্তাধস্তি পর্যন্ত গড়ায়।
ওই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী। শান্তিনগর জেলা গ্রাহক পরিষেবা কেন্দ্রে কামাথ হোটেলের বিরুদ্ধে মামলা করেন ৫৭ বছরের রাজান্না। খারাপ খাবার পরিবেশনের জন্য রেস্তরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে নোটিস পাঠায় জেলা গ্রাহক পরিষেবা কেন্দ্র। যদিও ২ বছর সেই নোটিশের উত্তর দেয়নি রেস্তরাঁ কর্তৃপক্ষ। শেষে উত্তর না পেয়ে ওই রেস্তরাঁর বিরুদ্ধে ৫৫ হাজার টাকা জরিমানা করে গ্রাহক পরিষেবা কেন্দ্র।
এখানেই নিষ্পত্তি হয়নি মাললার। পাল্টা সেই নির্দেশের বিরুদ্ধে আদালতে যায় রেস্তরাঁ কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর গ্রাহক পরিষেবা কেন্দ্রের নির্দেশেই সিলমোহর দিয়েছে আদালত। মিষ্টির বাটিতে আরশোলা পরার অপরাধে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে রেস্তরাঁকে। তবে এটা কোনও নতুন ঘটনা নয়। দেশের বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। খারাপ খাবার পরিবেশনের জন্য় কাঠগড়ায় উঠতে হয়েছে হোটেল বা রেস্তরা কর্তৃপক্ষকে। বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘদিন পর্যন্ত চলে সেই মামলা।
আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন
আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়