Mother Kills Son : ৪ বছরের ছেলেকে মেরে স্যুটকেসে ভরে হোটেল থেকে বেরিয়ে গেল মা ! চাপ চাপ রক্ত দেখে পুলিশের জালে
CEO Mother Kills Son : হোটেল থেকে চেক-আউট করার সময় আর ফুটফুটে ছেলেটাকে দেখতে পাননি হোটেলকর্মীরা। তখনই দানা বেঁধেছিল সন্দেহ।
গোয়া : হাড়হিম করা ঘটনা। বহু ক্রাইম থ্রিলারের নৃশংসতাকেও হার মানায়। যে সন্তানের সঙ্গে হাসিমুখে সোশ্যাল মিডিয়ায় অহরহ ছবি শেয়ার করতেন মা, তাকেই মেরে লাগেজ ব্যাগে করে হোটেল থেকে বেরিয়ে গেলেন মা। ভয়াবহ এই ঘটনা ঘটেছে গোয়ায়। নিজের চার বছরের সন্তানকে খুনের দায়ে ধরা পড়লেন মহিলা।
গোয়ার পানাজিতে ঘটেছে এই ঘটনা। ছোট্ট ছেলেকে নিয়ে হোটেলে গিয়েছিলেন মা। হোটেল থেকে চেক-আউট করার সময় আর ফুটফুটে ছেলেটাকে দেখতে পাননি হোটেলকর্মীরা। তখনই দানা বেঁধেছিল সন্দেহ। তারপর ওই মহিলার ছেড়ে দেওয়া ঘর পরিষ্কার করতে গিয়ে যা চোখে পড়ল, তা সত্যিই শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দেওয়ার মতোই। ঘর পরিষ্কার করতে গিয়ে হোটেলের কর্মচারীরা ঘরের ভেতর দেখতে পান চাপ চাপ রক্তের দাগ। ততক্ষণে টেল ছেড়ে দিয়ে ট্যাক্সি নিয়ে পানাজি থেকে বেঙ্গালুরুর দিকে রওনা হয়ে গিয়েছেন ওই মহিলা।
কী ঘটনা ঘটেছে, তা আন্দাজ করে পুলিশে খবর দেওয়া হয় ওই হোটেলের তরফে। পুলিশি তৎপরতায় ট্যাক্সিচালকের সাহায্যে তাঁকে থানায় নিয়ে আসা হয়। ওই মহিলার মালপত্র তল্লাশি চালিয়ে পাওয়া যায় তাঁর ৪ বছরের ছেলের মৃতদেহ !
কে এই মহিলা, যিনি এই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন ? বেঙ্গালুরুর এক স্টার্ট কোম্পানির সিইও ওই মা। সংস্থার নাম The Mindful AI Lab। নাম সূচনা শেঠ। কেন এমন ঘৃণ্য অপরাধ করলেন ওই মহিলা ? পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই মহিলা বিবাহ বিচ্ছিন্না। তার সন্তানের সঙ্গে স্বামীর দেখা করা আটকাতেই নাকি এই জঘন্য কাজটি করেছেন তিনি।
ওই মহিলা বিয়ে করেন ২০১০ সালে। ২০১৯ সালে তাদের ছেলের জন্ম হয়। বিবাহিত সম্পর্ক ভাল চলছিল না। আর দাম্পত্য বিবাদের জন্যই তারা ২০২০ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। আদালত রবিবার করে বাবাকে তাঁর সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে। আর তা আটকাতেই নাকি ছেলেকে শেষ করে দিয়েছেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন, গোয়ার ডিজিপি, জশপাল সিং।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y