(Source: ECI/ABP News/ABP Majha)
Fraud Alert: 'সাবধানে রাখুন নিজের টাকা', প্রতারণার নয়া ফাঁদ নিয়ে সতর্কবার্তা বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তিকর্মীর
Scam Alert: সম্প্রতি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তিকর্মী। সোশাল মিডিয়ায় নতুন সেই প্রতারণার কথা শেয়ার করেছেন তিনি।
বেঙ্গালুরু : ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লুঠের নিত্যনতুন ফন্দি বের করেই চলেছে প্রতারকরা ! এবার আরও একটি প্রতারণার ধরন সামনে এল। সম্প্রতি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তিকর্মী (Bengaluru Based Techie)। সোশাল মিডিয়ায় নতুন সেই প্রতারণার কথা শেয়ার করেছেন তিনি। পাশাপাশি এনিয়ে সকলকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।
এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন অদিতি চোপড়া নামে এক ইউজার। দীর্ঘ পোস্টে তিনি নতুন প্রতারণার ধরনের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, "অফিসের কাজে ব্যস্ত ছিলাম। সেই সময় বয়স্ক মানুষের গলায় আমায় ফোন করে বলা হয়,'অদিতি বেটা তোমার বাবাকে টাকা পাঠানোর ছিল কিন্তু ওঁর কাছে যাচ্ছে না। তখন উনি বললেন তোমাকে পাঠিয়ে দিতে। দেখো তো এটাই তোমার নম্বর কি না।"
তিনি আরও লেখেছেন, "প্রথমে একটা মেসেজ পাই। যাতে আমার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা জমা পড়ার কথা লেখা ছিল। তারপর ৩০ হাজার টাকা। উনি ফোন কলে থাকতে থাকতেই টাকাটা ঢোকে। তারপরেই উনি বলে ওঠেন, বেটা, আমার তো ৩ হাজার টাকা পাঠানোর ছিল। কিন্তু, ভুল করে ৩০ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি। দয়া করে তুমি, বাকি টাকাটা পাঠিয়ে দাও। আমি ডাক্তারবাবুর কাছে দাঁড়িয়ে আছি। তাঁকে টাকা দিতে হবে।"
Another day, another financial fraud scheme 🥸
— Aditi Chopra | Web3 Community 🛠️ (@aditichoprax) May 2, 2024
TLDR: Please read and make sure you don’t trust any SMSes regarding financial transactions.
Incident: Was busy on an office call when this elderly sounding guy calls me and says, ‘Aditi beta, papa ko paise bhejne the par unko ja… pic.twitter.com/5CYwwwvjG7
পুরো কথোপকথনে সন্দেহ হয় অদিতির। তখন তিনি এসএমএসের উৎস খতিয়ে দেখেন। তিনি লক্ষ্য করেন, এটি কোনও ব্যাঙ্ক থেকে নয়,সাধারণ একটা ফোন নম্বর। তাঁর সংযোজন, "স্বাভাবিকভাবেই এসএমএসগুলোতে দেখবেন ১০ সংখ্যার নম্বর। কোনও ব্র্যান্ডেড কোম্পানির আইডি নয়। এরপর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে যখন পুনরায় ফোন করতে যাই, আমাকে ব্লক করে দেওয়া হয়।"
এই পরিস্থিতিতে অদিতির বার্তা, কেউ যদি ফোন করে বলেন তিনি ভুল করে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন, তাহলে আগে অ্যাকাউন্ট চেক করে নিন।