এক্সপ্লোর
Advertisement
সেরা স্মার্টফোন কিনতে চান? জেনে নিন ৬টি তথ্য
চলুন, দারুণ একটা স্মার্টফোন কেনার ব্যাপারে আপনাদের সাহায্য করা যাক।
কলকাতা: আজকাল স্মার্টফোন কোম্পানিগুলো নানা ধরনের অফার দিচ্ছে। সবার দাবি, অন্যদের থেকে তাদের জিনিস ভাল। ফলে ক্রেতারা বুঝতে পারছেন না, কোন ফোন তাঁদের পক্ষে ভাল হবে। চলুন, দারুণ একটা স্মার্টফোন কেনার ব্যাপারে আপনাদের সাহায্য করা যাক।
স্মার্টফোনের বডি কেমন হওয়া উচিত
এখনকার স্মার্টফোনের বডি গ্লাস কোটেড হয়। দেখতে ভাল হয় ঠিকই কিন্তু বিশেষ নিরাপদ নয়। তাই প্লাস্টিক বডির ফোন কেনাই ভাল, তা পড়ে গেলে ভেঙে যায় না। চলেও বেশি দিন।
ডিসপ্লে আর সাইজ
আজকালকার স্মার্টফোনের ডিসপ্লে বেশ ভাল। ফোন আর মেসেজ করার পাশাপাশি তাতে সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজও দেখা চলে। এতে ভিডিও এডিট করা যায়। তাই স্মার্টফোনে যদি ৫.৫-৬ ইঞ্চির ফুল এইচডি বা কোয়াড এইচডি ডিসপ্লে থাকলে ভাল। আর যদি শুধু কল করা বা মেসেজ করার জন্য ফোন লাগে তবে ৫ ইঞ্চির ডিসপ্লেই যথেষ্ট।
ক্যামেরা কেমন হবে
আজকাল কোম্পানিগুলো সব থেকে বেশি জোর দেয় ক্যামেরার ওপর। লোকের ধারণা, যে মোবাইল ক্যামেরায় যত বেশি মেগাপিক্সল আর জুম, তা তত ভাল। কিন্তু আসলে যে কোম্পানি যত বেশি জুম দেয় তার পিক্সল তত ফেটে যায়, ছবি একদমই ভাল ওঠে না। ১০X জুম পর্যন্ত ছবি ঠিকঠাক আসে। এর থেকে বেশি জুম হলে আপনিই আখেরে ঠকবেন।
কেমন হবে প্রসেসর
এখন স্মার্টফোন মার্কেটে ৫জি প্রসেসর থাকা ফোন এসে পড়েছে। ভারতে এখনও অবশ্য ৫জি আসেনি। ফলে ৫জি স্মার্টফোন কিনে করবেনটা কী। তবে ভাল প্রসেসর চাইলে অন্তত কোয়ালকম স্ন্যাপড্রান ৬০০ সিরিজের প্রসেসর দেখে কিনতে হবে। আর নর্মাল ইউজের জন্য মিডিয়া টেক প্রসেসর ঠিক।
বড় ব্যাটারি কিনতে হবে
কোম্পানিগুলো ৬০০০ এমএএইচ পর্যন্ত বড় ব্যাটারি দিচ্ছে। আপনি যে ফোনই কিনুন তাতে অন্তত ৪০০০ এমএএইচ ব্যাটারি থাকা জরুরি।
অপারেটিং সিস্টেম
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ভার্সন ১০ এসে গিয়েছে, ১১ আসতে চলেছে। আবার কিছু স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের পুরনো ভার্সনই চলছে। স্মার্টফোনে কিন্তু অন্তত অ্যান্ড্রয়েড ৯.০ থাকা জরুরি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement