এক্সপ্লোর
সমুদ্রতীরে নতুন বছর কাটাচ্ছেন ভূমি পেডনেকর, দেখুন ছবি-ভিডিও
গত বছরটা দারুণ কেটেছে ভূমির। সোনচিড়িয়া আর সান্ড কি আঁখ-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। আর পতি পত্নী অওর ওহ তো ভালমত হিট

মুম্বই: পতি পত্নী অওর ওহ বক্স অফিসে ভালই চলেছে। ফুরফুরে মেজাজে বন্ধুদের সঙ্গে সমুদ্রতীরে ছুটি কাটাতে গিয়েছেন ভূমি পেডনেকর। সঙ্গে নিয়েছেন বোন সমীক্ষা পেডনেকরকেও। গত বছরটা দারুণ কেটেছে ভূমির। সোনচিড়িয়া আর সান্ড কি আঁখ-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। আর পতি পত্নী অওর ওহ তো ভালমত হিট।
এবার দেখুন সমুদ্রস্নানরত ভূমির ভিডিও।
বড়দিনেও ভূমির কিছু ছবি সামনে আসে। তাতে পতি পত্নী অওর ওহ-র অন্য দুই মুখ্য চরিত্র কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডের সঙ্গে পার্টি করতে দেখা যায় তাঁকে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
জেলার






















