Bihar Results: বিহারে মিলে গেল শাহের ভবিষ্যদ্বাণী! ১৬০-এর বেশি আসন নিয়ে ফলাফলে মহাজোটকে দুরমুশ করল NDA
Bihar Assembly Election 2025: মোদি-নীতীশ ঝড়, ২৪৩টির মধ্যে ১৯৭টিতেই এগিয়ে NDA।

পটনা: বিহারে NDA ঝড়, খড়কুটোর মতো উড়ে গেল মহাজোট। মোদি-নীতীশ ঝড়, ২৪৩টির মধ্যে ১৯৭টিতেই এগিয়ে NDA। বিহারে বহু পিছনে রাহুল-তেজস্বীদের 'মহাগঠবন্ধন'। রাঘোপুর কেন্দ্রে ১২৭৩ ভোটে পিছিয়ে তেজস্বী যাদব। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবই পিছিয়ে। বিহারে দশমবারের জন্যে মুখ্যমন্ত্রী হওয়ার পথে নীতীশ কুমার।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের ভোটের ফলাফল নিয়ে জানিয়েছিলেন, "এনডিএ ১৬০টি আসন জিতবে (এবং) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে"। আশ্চর্যজনকভাবে, বিহারে ভোট গণনায় একতরফা এগিয়ে NDA। এগিয়ে থাকার নিরিখে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার পথে NDA। এগিয়ে থাকার নিরিখে একক গরিষ্ঠ দল JDU, ২ নম্বরে বিজেপি, তিন নম্বরে কংগ্রেস।
অমিত শাহ বলেন, 'মানুষ যেভাবে আমাদের জন্য উল্লাস করেছে... আমার মনে হয় বিহারের মানুষ এনডিএ, বিজেপির সঙ্গে আছে... আমি এই লড়াইকে পাঁচ পাণ্ডবের (হিন্দু মহাকাব্য মহাভারতের উল্লেখ) লড়াই বলব কারণ পাঁচটি সাংবিধানিক দল (যেমন, জেডিইউ, বিজেপি, এলজেপি, এইচএএম এবং আরএলএম) ঐক্যবদ্ধ... কোনও বিরোধ ছাড়াই।"
বিহারের গণনায় বড় মার্জিনে এগিয়ে এনডিএ। ম্যাজিক ফিগার ছাপিয়ে এগিয়ে এনডিএ জোট। ২৪৩টি বিধানসভা আসন বিশিষ্ট বিহারে, সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। পুনর্নির্বাচন ছাড়াই এবার বিহার ভোটের গণনা হচ্ছে। ২০০৫ সালে হিংসা-কারচুপির জন্য বিহারের ৬৬০টি বুথে পুনর্নির্বাচন হয়েছিল। ১৯৯৫ সালে হিংসা-কারচুপির জন্য ৪বার বিহারে ভোট স্থগিত করা হয়।
SIR-এর পর প্রথম বিধানসভা নির্বাচন হল বিহারে। কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে কে বসতে চলেছেন কুর্সিতে। ২৪৩টি বিধানসভা আসন বিশিষ্ট বিহারে, সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। প্রায় সবকটি বুথফেরত সমীক্ষাতেই মহাজোটের তুলনায় তুলনায় এনডিএ-কে এগিয়ে রাখা হয়েছে।
৩৮টি জেলার ৪৬টি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ২৪৩ জন রিটার্নিং অফিসার, প্রার্থী বা তাদের এজেন্টদের উপস্থিতিতে গণনা চলবে। মোট ৪ হাজার ৩৭২টি গণনা টেবিল থাকছে। আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে, সকাল ৮ টা ৩০ মিনিটে ইভিএম-এ গণনা শুরু হবে। গণনা প্রক্রিয়ায় সামিল ১৮ হাজারের বেশি কাউন্টিং এজেন্ট।






















