PM Modi On Bihar Election Result 2025: BJP এবার বাংলা থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলবে, হুঙ্কার নরেন্দ্র মোদির
Bihar Election Result 2025 PM Modi On WB Assembly Election 2026 : দোরগড়ায় পশ্চিমবঙ্গে ছাব্বিশের বিধানসভা ভোট, বিহারে বিপুল জয়ে তোপ দাগলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: বছর পেরোলেই পশ্চিমবঙ্গে ছাব্বিশের বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026)। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে SIR প্রক্রিয়া। ঠিক এমনই এক আবহে আজই বিহার ভোটের ফলপ্রকাশ হয়েছে। যেখানে নীতীশ ঝড়ে উড়ে গিয়েছে আরজেডি-কংগ্রেস-বামেদের মহাজোট। আর বিহারে NDA-র বিপুল জয়ের পর এবার হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী মোদি। বললেন, 'BJP এবার বাংলা থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলবে।'
আরও পড়ুন, 'বিহারে কংগ্রেসের সরকার আর কখনও ফিরে আসবে না', ঐতিহাসিক জয়ে হুঙ্কার প্রধানমন্ত্রীর
'BJP এবার বাংলা থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলবে..'
বিহার হয়ে গেল। এবার পশ্চিমবঙ্গ।বিহারে কংগ্রেস-আরজেডিক 'মহাগঠবন্ধন'কে হেলায় হারাল নীতীশ-বিজেপি জোট। এখন প্রশ্ন উঠছে, পড়শি রাজ্যের এই ফলাফলের প্রভাব কি পড়বে পশ্চিমবঙ্গের ভোটে? এই আবহেই এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে বিহার। আমি বাংলার ভাই-বোনকেও আশ্বস্ত করছি, এবার পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ উৎখাত করব।'
পড়শি রাজ্যের এই ফলাফলের প্রভাব কি পড়বে পশ্চিমবঙ্গের ভোটে?
অপরদিকে, বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য ইঙ্গিতপূর্ণভাবে মেট্রো স্টেশনের এই ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা রয়েছে কালীঘাট। এরপর বিজেপির রাজ্য সভাপতি লিখলেন, পরবর্তী স্টেশন, প্লাটফর্ম বা-দিকে! বিহারের এই বিপুল জনসমর্থনের ঢেউ এসে পৌঁছবে পশ্চিমবঙ্গেও। পাল্টা তৃণমূলের তরফে জলের তলায় চেয়ারে বসে থাকা কঙ্কালের এই ছবি পোস্ট করে বলা হল, বাংলা দখল- বিজেপির এই একটা স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে।
'বিহার তো ঝাঁকি হ্য়ায়, আগে বাঙ্গাল বাকি হ্য়ায়'
মূলত ,বিহারের বাম্পার জয়ের পর এবার বিজেপির নজরে বাংলা। বিজেপি নেতা প্রেম কুমার বলেন, বিহার তো ঝাঁকি হ্য়ায়, আগে বাঙ্গাল বাকি হ্য়ায়'। এরপর বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ। শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়লেন!পাল্টা জবাব দিল তৃণমূল। বিজেপি নেতা অর্জুন সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে পারবে না। মুখ্য়মন্ত্রীত্বের স্বপ্ন দেখা তেজস্বী যাদব ফ্লপ হিরোতে পরিণত হলেন। আর এবারের ভোটের ফলাফল একদা বিহার অধিপতি লালুপ্রসাদ যাদবের রাজনৈতিক নির্বাসন নিশ্চিত করে দিল।
এ রাজ্য়ে তৃণমূলকে টেক্কা দেওয়া তাদের সম্ভব?
বিহারে বিজেপি বরাবরই সাংগঠনিকভাবে অত্য়ন্ত শক্তিশালী।কিন্তু পশ্চিমবঙ্গে এখনও সব বুথে পৌঁছনোর মতো শক্তি কি তাদের হয়েছে?যেভাবে বাংলায় লোকসভা ভোটে এবং একের পর এক বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে, তারপর কি এ রাজ্য়ে তৃণমূলকে টেক্কা দেওয়া তাদের সম্ভব? এইসব প্রশ্ন থাকলেও, বিজেপি কিন্তু বঙ্গ জয়ের বিষয়ে আশাবাদী।






















