(Source: ECI/ABP News/ABP Majha)
Viral Video: পা পিছলে ট্রেনের নীচে, জওয়ানের ক্ষিপ্রতায় বাঁচল প্রাণ! ভাইরাল ভিডিও
Bihar Viral Video: সেই জওয়ান দৌড়ে এসে ট্রেন আর প্ল্যাটফর্মের ফাঁক থেকে টেনে বের করে নেন ওই ব্যক্তিকে। সঙ্গে সঙ্গে সবাই ছুটে আসে। পরিস্থিতির উত্তেজনা সামাল দিতে স্টেশনেই শুয়ে পড়েন ওই জওয়ান
নয়াদিল্লি: স্টেশনের সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার ছবি ধরা পড়ার ঘটনা কোনও নতুন ব্যাপার নয়। তবে অনেক সময় এমন কিছু ঘটনা আছে যেগুলো শিঁরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দেয়। ঠিক সেভাবেই অবাক করে সাহসিকতা আর প্রত্যুৎপন্নমতিত্ব কাজ। ঠিক সেভাবেই জায়গা করে নেয় খবরের শিরোনামেও। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে বিহারের পূর্ণিয়ার রেল স্টেশনে। এক আর পি এফ জওয়ান ক্ষিপ্রতায় প্রাণ বাঁচল এক ব্যক্তির।
বিহারের পূর্ণিয়ার রেল স্টেশনের সিসিটিভিতে ধরা পড়েছে একটি দৃশ্য। স্টেশনে খুব ধীরগতিতে ঢুকছিল একটি ট্রেন। আর সেই চলন্ত ট্রেন থেকেই নামার চেষ্টা করেন এক ব্যক্তি। মাঝবয়সী ধুতি পরা এক ব্যক্তি চলন্ত সেই ট্রেন থেকে নামতে গিয়ে জড়িয়ে পড়ে যান। কিন্তু ট্রেনের সামান্য হলেও গতি থাকার কারণে ট্রেন তাঁকে প্ল্যাটফর্ম দিয়ে ওভাবেই হিঁচড়োতে হিঁচড়োতে এগিয়ে নিয়ে যেতে থাকে। পরিস্থিতি দেখেই দৌড়ে এগিয়ে আসেন এক আর পি এফ জওয়ান। ততক্ষণে প্রায় ট্রেনের তলায় চলে যাচ্ছিলেন ওই ব্যক্তি।
সেই জওয়ান দৌড়ে এসে ট্রেন আর প্ল্যাটফর্মের ফাঁক থেকে টেনে বের করে নেন ওই ব্যক্তিকে। সঙ্গে সঙ্গে সবাই ছুটে আসে। পরিস্থিতির উত্তেজনা সামাল দিতে স্টেশনেই শুয়ে পড়েন ওই জওয়ান। মিনিস্ট্রি ওফ রেলওয়ে-র ট্যুইটার পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই ভিডিও।
बिहार के पूर्णिया में सतर्क आरपीएफ जवान ने चलती ट्रेन में चढ़ने के दौरान हादसे का शिकार हुए यात्री को बचाया। कृपया चलती ट्रेन में चढ़ने/उतरने का प्रयास ना करें। pic.twitter.com/2OWWQRqNae
— Ministry of Railways (@RailMinIndia) January 4, 2023