Bihar News: এক মাসে আগেই 'মৃত' ছেলের সৎকার! এবার হেঁটেই ছেলে ফিরলেন ঘরে! ভূত দেখার মতো চমকাল পরিবার
Offbeat News:

নয়া দিল্লি: এক মাসেরও বেশি সময় আগে দাহ করা ১৭ বছর বয়সী এক কিশোর জীবিত অবস্থায় ফিরে এলেন ভারতে। প্রায় দুই মাস আগে ট্রেনের ধাক্কায় ‘মৃত্যু’ হয় কিশোরের। দেহ সৎকার করার পাশাপাশি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ৪ লক্ষ টাকাও পেয়েছিল ওই পরিবার। কারণ ২৬ ফেব্রুয়ারি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে, এমনটাই জেনেছিল পরিবার।
দারভাঙ্গার এসডিপিও অমিত কুমার বলেন, "আমরা বিষয়টি তদন্ত করছি। এই যুবকের বদলে তাহলে যে ব্যক্তির দেহ দাহ করা হয়েছিল তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি। জীবিত ফিরে আসা কিশোরটিকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, কারণ দাবি করা হচ্ছে যে তাকে কিছু লোক অপহরণ করেছে।" স্থানীয়দের মতে, কিশোরের পরিবার ৮ ফেব্রুয়ারি মাব্বি থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিল।
পুলিশ জানায়, "২৬ ফেব্রুয়ারি, রেললাইনের ধারে আল্লালপট্টি এলাকায় একটি বিকৃত দেহ (একটি কাটা হাত ও পা সহ) পাওয়া যায়। মৃতদেহটি, যা অচেনা, তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। দারভাঙ্গা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ওই দেহটি ভোলার বলে ‘সনাক্ত’ করে তার পরিবার। ওই দেহটির সৎকার করাও হয়। একই সঙ্গে, ভোলার মৃত্যুর জন্য, ক্ষতিপূরণ বাবদ সরকারের কাছ থেকে ৪ লক্ষ টাকা পায় ওই পরিবার'।
তবে বৃহস্পতিবার, ছেলেটি দারভাঙ্গা জেলা আদালতে হাজির হয়ে দাবি করে যে তাকে অপহরণ করা হয়েছে। তিনি আদালতকে বলেন যে, তিনি তার এলাকায় ক্রিকেট খেলছিলেন, ঠিক তখনই তিন-চারজন ব্যক্তি তার কাছে এসে তার মুখের উপর কাপড় চেপে ধরে। তিনি বলেন, এরপর আর কিছুই মনে করতে পারছেন না। পরে কিশোরটি বুঝতে পারে যে তাকে নেপালে নিয়ে যাওয়া হয়েছে। তবে, সে তার অপহরণকারীদের হাত থেকে মুক্ত হতে সক্ষম হয় এবং অবশেষে বাড়িতে ফিরে আসে।
ছেলেটি আদালতকে আরও জানিয়েছে যে সে প্রথমে তার ভাইকে ভিডিও কল করে জানিয়েছিল যে সে বেঁচে আছে। এরপর তার ভাই তাকে দেশে ফিরিয়ে আনতে নেপালে যান। পরে, পুলিশে অভিযোগ করার পরিবর্তে, তিনি সরাসরি আদালতে হাজিরা দেওয়ার সিদ্ধান্ত নেন।






















