এক্সপ্লোর
Advertisement
জাঠ-পঞ্জাবিদের গায়ে জোর আছে ঠিকই কিন্তু মাথা মোটা, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, পরে ক্ষমা চাইলেন
বিপ্লবের এ ধরনের কথা অবশ্য নতুন কিছু নয়। ২ বছর আগে তিনি বলেছিলেন, ইন্টারনেট, স্যাটেলাইট চ্যানেল মহাভারতের সময়েও ছিল। ডায়ানা হেডেনের মিস ওয়ার্ল্ড হওয়া নিয়ে প্রশ্ন তোলেন, বলেন, সুন্দরী প্রতিযোগিতা প্রহসন ছাড়া কিছু নয়।
আগরতলা: ফের বিতর্কে জড়ালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবার পঞ্জাবি ও জাঠদের মাথা মোটা বলেছেন তিনি। অবশ্য এ নিয়ে তুমুল হইচই শুরু হতেই বিপ্লব সুর পাল্টান, টুইটে দাবি করেন, ওটা তাঁর নিজের কথা নয়, কিছু লোক জাঠ-পঞ্জাবিদের নিয়ে যা ভাবে, সেটাই শুধু তিনি বলেছেন।
গতকাল আগরতলায় এক অনুষ্ঠানে বিপ্লব বলছিলেন, ভারতের বিভিন্ন জায়গার মানুষের চরিত্র ভিন্ন ভিন্ন। তিনি বলেন, পঞ্জাবি আর জাঠেদের গায়ে জোর আছে ঠিকই কিন্তু মাথায় কিছু নেই। উল্টোদিকে বাঙালিদের দেখুন, বুদ্ধির জন্য পরিচিত। তাঁর বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, তিনি বলছেন, বাঙালি সম্পর্কে বলা হয়, বুদ্ধির দিকে তাদের কেউ চ্যালেঞ্জ করতে পারে না। বাঙালিদের বুদ্ধির কথা সকলে জানে, সেটাই তাদের পরিচয়। আবার যখন পঞ্জাবের কথা হয়, আমরা বলি, ও পঞ্জাবি, ও সর্দার। ওদের বুদ্ধি কম ঠিকই কিন্তু গায়ে খুব জোর। তাদের গায়ের জোরে হারানো যায় না, ভালবাসায় জেতা যায়। আবার লোকে বলে, হরিয়ানার জাঠেদেরও বুদ্ধি নেই কিন্তু স্বাস্থ্য দুর্দান্ত। কেউ যদি কোনও জাঠকে চ্যালেঞ্জ করে, সে তাহলে বাড়ি থেকে বন্দুক নিয়ে আসবে।
এ নিয়ে তাঁর তীব্র সমালোচনা করে কংগ্রেস। রণদীপ সুরজেওয়ালা বলেন, বিপ্লব পঞ্জাবের শিখ ও হরিয়ানার জাঠদের অপমান করেছেন। বিজেপির মানসিকতা নীচু, মনোহর খট্টার ও দুষ্যন্ত চৌতালা এখন চুপ কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জেপি নাড্ডাই বা চুপ কেন? প্রশ্ন করেন তিনি। দাবি করেন, ক্ষমা চাইতে হবে।
পরিস্থিতি দেখে টুইট করে বিপ্লব বলেন, তিনি কাউকে আঘাত করতে চাননি। পঞ্জাব-জাঠ উভয়ের জন্য তিনি গর্বিত। তাদের মধ্যে তিনি দীর্ঘদিন থেকেছেন। কিছু মানুষের তাদের সম্পর্কে যে মতামত, সেটাই বলার চেষ্টা করেছিলেন, কোনওটাই তাঁর নিজের কথা নয়।
देश के स्वतंत्रता संग्राम में पंजाबी और जाट समुदाय के योगदान को मैं सदैव नमन करता हूं। और भारत को आगे बढ़ाने में इन दोनों समुदायों ने जो भूमिका निभाई है उसपर प्रश्न खड़ा करने की कभी मैं सोच भी नहीं सकता हूं।
— Biplab Kumar Deb (@BjpBiplab) July 21, 2020
বিপ্লবের এ ধরনের কথা অবশ্য নতুন কিছু নয়। ২ বছর আগে তিনি বলেছিলেন, ইন্টারনেট, স্যাটেলাইট চ্যানেল মহাভারতের সময়েও ছিল। ডায়ানা হেডেনের মিস ওয়ার্ল্ড হওয়া নিয়ে প্রশ্ন তোলেন, বলেন, সুন্দরী প্রতিযোগিতা প্রহসন ছাড়া কিছু নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement