প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, রাজ্য সড়ক অবরোধ বিজেপির
শনিবার ঝাড়গ্রামের লোধাশুলিতে সকাল ১০টা থেকে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ বেছে বেছে তৃণমূল কর্মীদের আবাস যোজনার বাড়ি পাইয়ে দিচ্ছে প্রশাসন।
অমিতাভ রথ, ঝাড়গ্রাম: বৃহস্পতিবারই, বাংলা আবাস যোজনায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে বিজেপি পরিচালিত ঝাড়গ্রামের নেদাবহরা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। প্রতিবাদে, বিজেপির পঞ্চায়েত প্রধান সহ অন্য সদস্যদের অফিসঘরে তালাবন্দি করে রাখেন এলাকার কয়েকশো মহিলা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করল বিজেপি। পাশাপাশি তাঁদের দাবি, ক্যাম্প করে অঞ্চলে অঞ্চলে সরকারি মূল্যে ধান কিনতে হবে।
শনিবার ঝাড়গ্রামের লোধাশুলিতে সকাল ১০টা থেকে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ বেছে বেছে তৃণমূল কর্মীদের আবাস যোজনার বাড়ি পাইয়ে দিচ্ছে প্রশাসন। ঝাড়গ্রামের বিজেপি নেতা সঞ্জিত মাহাতো বলেন, ‘‘সরকারি মূল্যে ধান কেনা হচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেছে বেছে তৃণমূল কর্মীদের বাড়ি দেওয়া হচ্ছে।’’ ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূলনেত্রী রেখা সোরেন বলেন, তৃণমূলের বদনাম করার জন্য এসব করছে বিজেপি ৷
গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ায় এদিন দীর্ঘ সময় ধরে অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। নাকাল হতে হয় সাধারণ মানুষকে। বিক্ষোভ-অবরোধ সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। বেশ কয়েক ঘণ্টা পর স্বাভাবিক হয় পরস্থিতি।