BJP VP Candidate: পরবর্তী উপরাষ্ট্রপতি কে? মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকেই পছন্দ বিজেপির
Vice President: এনডিএ জোটের সঙ্গে বৈঠকের পরই রবিবার সন্ধ্যায় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করা হয়েছে। জেপি নাড্ডা জানিয়েছেন, দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তাঁর।

BJP VP Candidate: কয়েক সপ্তাহ আগেই পদত্যাগ করেছেন জগদীপ ধনখড়। তাঁর উত্তরসূরি কে হবেন, এই নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তার মাঝেই, শাসক জোট এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে বেছে নিল বিজেপি। মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের নাম বেছে নেওয়া হয়েছে বিজেপির তরফে। দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে তাঁর নাম ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তামিলনাড়ুর দলের অন্যতম শীর্ষ নেতা এ সিপি রাধাকৃষ্ণণ। এনডিএ জোটের সঙ্গে বৈঠকের পরই রবিবার সন্ধ্যায় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করা হয়েছে। জেপি নাড্ডা জানিয়েছেন, দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে সিপি রাধাকৃষ্ণণের। তিনি সামলেছেন প্রচুর গুরুত্বপূর্ণ দায়িত্বও।
PM Modi presided over the Parliamentary Committee meeting, where, after extensive deliberations, it was decided to nominate Shri C.P. Radhakrishnan, the Governor of Maharashtra, as the NDA's candidate for the position of Vice President. Shri Radhakrishnan was born on October 20,… pic.twitter.com/oljPCXseFv
— BJP (@BJP4India) August 17, 2025
কে এই সিপি রাধাকৃষ্ণণ? কেনই বা জগদীপ ধনখড়ের উত্তরসূরির দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি?
উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করেছি বিজেপি। সূত্রের খবর, এই বিষয়ে এনডিএ- র সমর্থনও পেয়েছে তাঁরা। তামিলনাড়ুর বাসিন্দা সিপি রাধাকৃষ্ণণ এর আগে ঝাড়খণ্ডেরও রাজ্যপাল হিসেবে নির্বাচিত হয়েছিলেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে সামলেছিলেন পুদুচেরির দায়িত্বভারও। ২ বারের সাংসদ সিপি রাধাকৃষ্ণণ জিতেছিলেন কোয়েম্বাতুর থেকে। তামিলনাড়ুর বিজেপি সংগঠনের অন্যতম বলিষ্ঠ নেতা তিনি।
In his long years in public life, Thiru CP Radhakrishnan Ji has distinguished himself with his dedication, humility and intellect. During the various positions he has held, he has always focused on community service and empowering the marginalised. He has done extensive work at… pic.twitter.com/WrbKl4LB9S
— Narendra Modi (@narendramodi) August 17, 2025
মাত্র ১৭ বছর বয়স থেকেই আরএসএসের সঙ্গে যুক্ত রয়েছেন সিপি রাধাকৃষ্ণণ। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অত্যন্ত ঘনিষ্ঠও ছিলেন তিনি। শোনা যায়, দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কর্মশৈলীতে যথেষ্ট মিল রয়েছে তাঁর। আগামী ৯ সেপ্টেম্বর বিরোধী প্রার্থীর সঙ্গে সম্মুখ সমর হতে পারে সিপি রাধাকৃষ্ণণের।






















