এক্সপ্লোর
হাতে ত্রিশূল নিয়ে অস্ত্র-বিতর্কে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, ‘তৃণমূল ফুল তুলে দেয়’, কটাক্ষ শাসক দলের
গতকাল বরানগরের বনহুগলিতে বিজেপির তরফে ভারতমাতার পুজোর আয়োজন করা হয়।

কলকাতা: এবার অস্ত্র বিতর্কে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। গতকাল বরানগরের বনহুগলিতে বিজেপির তরফে ভারতমাতার পুজোর আয়োজন করা হয়। সেখানে উদ্যোক্তারা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের হাতে ত্রিশূল তুলে দেন। বিজেপি নেত্রীর দাবি, মহিলাদের ওপর হামলা, আক্রমণ চলছে। তাই অশুভ শক্তির বিনাশের জন্য ত্রিশূল প্রয়োজন। বরানগরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী তাপস রায়ের কটাক্ষ, বিজেপি তলোয়ার, ত্রিশূল তুলে দিয়ে অশান্তিতে প্ররোচনা দিচ্ছে। তৃণমূল মানুষের হাতে ফুল তুলে দেওয়ার কথা ভাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















