Kalyan Banerjee : JPC-র বৈঠকে অভিজিতের সঙ্গে বাদানুবাদ, ভাঙা কাচে জখম হন; লোকসভা থেকেই কল্যাণের সাসপেনশন দাবি
Waqf Bill Row : মঙ্গলবার, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বা JPC-র বৈঠকে আলোচনা চলছিল। সূত্রের দাবি, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাদানুবাদ হয়।
নয়াদিল্লি : একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। কিন্তু, লোকসভা থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Kalyan Banerjee) সাসপেনশন চান বিজেপি সাংসদরা। এই মর্মে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওয়াকফ বিল সংক্রান্ত কমিটিতে থাকা বিজেপি সাংসদরা চিঠি দিয়েছেন কক্ষের অধ্যক্ষ ওম বিড়লাকে (Om Birla)। স্পিকারকে দেওয়া চিঠিতে তাঁরা সংসদীয় কমিটির বৈঠকে কল্যাণের আচরণের কথা উল্লেখ করেছেন। তাঁর সদস্যপদ বাতিলের কথা খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন।
ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তৈরি যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম বাধে। রীতিমতো রক্তারক্তিকাণ্ড হয়। ভাঙা কাচে, হাত কাটে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
মঙ্গলবার, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বা JPC-র বৈঠকে আলোচনা চলছিল। সূত্রের দাবি, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাদানুবাদ হয়। JPC-র চেয়ারম্যান জানিয়েছেন, এই বাদানুবাদ চলাকালীন হঠাৎ তাঁর সামনে রাখা বোতল ভাঙেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভাঙা বোতল ছুড়ে মারেন JPC-র চেয়ারম্যানের সামনে। ভাঙা কাচে নিজেও জখম হন কল্যাণ।
বিজেপি সাংসদ ও যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল বলেন, 'আমাদের যে কোনও জায়গায় মতানৈক্য হতেই পারে, কিন্তু, আজ যে ঘটনা হয়েছে, এই ধরনের ঘটনার কল্পনাও করতে পারি না। এইভাবে কোনও সাংসদ চেয়ারম্যানের উপর, এটা নয় যে শুধু বোতল ছুঁড়েছেন, বোতল ভেঙেছেন তারপর সেটা ছুঁড়েছেন, বোতল এসে আমার সামনে পড়ে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে চারটি সেলাই করতে হয়। এই আচরণের জন্য, একদিনের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। যদিও, ঘনিষ্ঠমহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই তাঁকে গালিগালাজ করেছেন।
এই ঘটনা প্রসঙ্গে DMK সাংসদ এবং ওয়াকফ নিয়ে তৈরি JPC-র সদস্য এ রাজা সোশাল মিডিয়ায় লিখেছেন, এটা দুর্ভাগ্যজনক যে, JPC-র চেয়ারম্যান একটি সাংবাদিক বৈঠক করেছেন। বৈঠকে যা-ই হোক না কেন, কার্যবিবরণী/ঘটনাগুলি বর্ণনা করেছেন ; এটা জেনেও যে, কার্যপ্রণালী গোপনীয় এবং তা প্রকাশ করা যায় না। সভায় অপ্রীতিকর ঘটনা হওয়া সত্ত্বেও, চেয়ারম্যান যেভাবে তাড়াহুড়ো করে সভা পরিচালনা করেছেন, তাতে (JPC-র) সদস্য ও সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি করেছে যে, ন্যায়বিচার হবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে