Bnakura Accident News: বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় ২ মহিলার মৃত্যু, আহত ৫
Bnakura Accident News: বৃহস্পতিবার বিকেলের দিকে জয়পুর থানার অন্তর্গত জয়পুর শুকনো পুকুরের কাছে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুরের দিক থেকে জয়পুরের দিকে আসছিল দুটি গাড়ি
তুহিন অধিকারী, বাঁকুড়া: বৃহস্পতিবার বিকেলে দুটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হল দুই মহিলার। ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। ঘটনাস্থল বাঁকুড়ার জয়পুরের জঙ্গল সংলগ্ন এলাকা।
বাঁকুড়ায় দুটি গাড়ির দুর্ঘটনা
বৃহস্পতিবার বিকেলের দিকে জয়পুর থানার অন্তর্গত জয়পুর শুকনো পুকুরের কাছে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুরের দিক থেকে জয়পুরের দিকে আসছিল দুটি গাড়ি। এরপর জয়পুর শুকনো পুকুরের কাছে দুধের গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে অন্য গাড়িটি। ঘটনায় আহত হয়েছে ৫ জন। মৃত্যু হয়েছে ২ মহিলার। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল আরামবাগ ও জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দুই মহিলাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: Laal Singh Chaddha First Song: প্রকাশ্যে আমির-করিনার 'লাল সিং চাড্ডা' ছবির গান 'কাহানি'
সম্প্রতি বাঁকুড়ায় (Bnakura News) লরি উল্টে দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার বিয়ারের পেটি বোঝাই কের বেরিয়েছিল লরিটি। বাঁকুড়া থেকে যাচ্ছিল পুরুলিয়ার দিকে। সেই সময়ই বাঁকুড়া-পুরুলিয়া জাতীয় সড়ক সংলগ্ন নতুনগ্রামের কাছে দুর্ঘটনার কবরে পড়ে লরিটি। তাতেই ঝনঝন করে ভেঙে পড়ে পেটি পেটি বিয়ার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক ধরে এগনোর সময় নতুনগ্রামের কাছে টার্নিং পয়েন্ট পড়ে। ওই রাস্তা ধরে বাঁক নেওয়ার সময় আচমকাই লরির সামনের চাকাটি তীব্র শব্দে পেটে যায়। তাতেই আর লরির নিয়ন্ত্রণ সামলাতে পারেননি চালক। টলমল করতে করতে কিছুদূর গিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে লরিটি।
সশব্দে লরিটি উল্টে পড়ার সঙ্গে সঙ্গেই গাড়িতে বোঝাই করে রাখা পেটি হুঁড়মুড়িয়ে নীচে একটির ঘাড়ে অন্যটি পড়তে শুরু করে। পেটির মুখ খুলে ঝনঝন কেরে ইট-পাথরের রাস্তার খসে পড়তে থাকে বিয়ার ভর্তি বোতল। মুহূর্তের মধ্যে হাজার হাজার বোতল চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এদিক ওদিক গড়াগড়ি খেতে দেখা যায় হাতেগোনা কিছু বোতলকে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের লোকজন। কিন্তু তত ক্ষণে কিছুই প্রায় আর অবশিষ্ট নেই।