এক্সপ্লোর
Advertisement
এক সপ্তাহ থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জনসন, জানাল ডাউনিং স্ট্রিট
ডাউনিং স্ট্রিটের তরফে বলা হয়েছে, ছুটি পেলেও প্রধানমন্ত্রী পুরোপুরি চাঙ্গা হয়ে ওঠার জন্য বিশ্রামে থাকবেন বাকিংহামশায়ার, চেকার্সের বাড়িতে।
লন্ডন: করোনাভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা। তার মধ্যেই ব্রিটেনবাসীর কাছে সবচেয়ে ভাল, বড় স্বস্তির খবর, প্রধানমন্ত্রী বরিস জনসনকে সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল। করোনাভাইরাসে কাবু জনসন চিকিত্সার জন্য এক সপ্তাহ হাসপাতালে থাকার পর আজ ছাড়া পেলেন বলে জানিয়েছেন ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র।
৫৫ বছর বয়সি জনসনকে করোনাভাইরাস সংক্রমণ পজিটিভ প্রমাণিত হওয়ার ১০ দিন পরে গত রবিবার লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন রাত ইনটেনসিভ কেয়ারে থাকার পর ওয়ার্ডে পাঠানো হয় তাঁকে। গতকাল জানা গিয়েছিল, তিনি অল্পসল্প হেঁটেছেন, সিনেমা দেখে সময় কাটিয়েছেন।
ডাউনিং স্ট্রিটের তরফে বলা হয়েছে, ছুটি পেলেও প্রধানমন্ত্রী পুরোপুরি চাঙ্গা হয়ে ওঠার জন্য বিশ্রামে থাকবেন বাকিংহামশায়ার, চেকার্সের বাড়িতে।
ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী তাঁর মেডিকেল টিমের পরামর্শ অনুসারে এখনই কাজে ফিরছেন না। সেন্ট টমাসে যে চমত্কার চিকিত্সা, সেবা-যত্ন পেয়েছেন, সেজন্য তিনি প্রত্যেককে ধন্য়বাদ দিচ্ছেন। এই রোগে অসুস্থ সবার কথা তিনি গভীর ভাবে ভাবছেন। তিনি
হাসপাতালের কর্মীদের সম্পর্কে বলেছেন, ওদের ধন্যবাদ দিতে কোনও শব্দই যথেষ্ট নয়। আমার জীবন ওদের কাছে ঋণে বাঁধা পড়ল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement