এক্সপ্লোর
Advertisement
ছিলেন করোনা কোয়ারান্টাইনে, ব্রাজিলের প্রেসিডেন্টকে কামড়ে দিল বিরাট বড় একটা পাখি
রিয়া নাম শুনে যতই হালকা পাতলা মনে হোক, পাখিটা মোটেই যে সে নয়। দক্ষিণ আমেরিকার সব থেকে বড় পাখি, ওড়ে টোড়ে না, তবে বেজায় শক্তিশালী। তার কামড়ে ব্যথায় জনসমক্ষেই হাত ঝাঁকাতে থাকেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
রিও ডি জেনিরো: একা একা কোয়ারান্টাইনে থাকতে মোটেই ভাল লাগছিল না। তাই গিয়েছিলেন পাখিদের খাওয়াতে। সেখানেই একটা বিরাট পাখি ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে ঘ্যাঁক করে কামড়ে দিল।
সোমবার ঘটেছে এই ঘটনা। গত মঙ্গলবারের আগের মঙ্গলবার করোনা ধরা পড়ে তাঁর। তারপর এক সপ্তাহ ধরে আইসোলেশনে আছেন ৬৫ বছরের প্রেসিডেন্ট। আর একা থাকতে গিয়ে হাঁফিয়ে উঠেছেন। একঘেয়েমি কাটাতে সোমবার সরকারি বাসভবনের লনে তিনি যান কয়েকটা বিশালাকৃতি রিয়া পাখিতে খাওয়াতে। সঙ্গে যায় গোটা দেশের সংবাদ মাধ্যম। আর তাতেই হিতে বিপরীত। কোয়ারান্টাইন-অভিজ্ঞতা আরও খারাপ করে হাজারটা ক্যামেরার সামনে একটা রিয়া সোজা কামড়ে দেয় তাঁর হাতে।
রিয়া নাম শুনে যতই হালকা পাতলা মনে হোক, পাখিটা মোটেই যে সে নয়। দক্ষিণ আমেরিকার সব থেকে বড় পাখি, ওড়ে টোড়ে না, তবে বেজায় শক্তিশালী। তার কামড়ে ব্যথায় জনসমক্ষেই হাত ঝাঁকাতে থাকেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
বলসোনারো সোমবারই জানিয়ে দেন, তিনি আরও একবার করোনা পরীক্ষা করাবেন, আর এভাবে একা একা থাকতে পারছেন না, একা থাকার অভিজ্ঞতা ভয়ঙ্কর। তাঁর দাবি, তিনি দিব্যি আছেন, জ্বরটর নেই, শ্বাসকষ্ট নেই। মুখে স্বাদও আছে। তাহলে এভাবে তাঁকে দিনের পর দিন সবার থেকে বিচ্ছিন্ন করে বন্দি রাখা হয়েছে কেন? প্রশ্ন ব্রাজিলীয় প্রেসিডেন্টের।bolsonaro tentando alimentar uma ema e sendo bicado pic.twitter.com/jMT9gd3MeM
— muriel (@pedromuriel) July 14, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement