শাহর বিমান চালানোর জন্য মিথ্যা তথ্য পেশ বিএসএফ পাইলটের, পরে পদত্যাগ
সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই পদত্যাগ করেন উইং কমান্ডার সাঙ্গওয়ান।
নয়াদিল্লি: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিদেশ যাত্রার সময় ককপিটে বসবেন, এই বাসনাতেই মিথ্যা তথ্য পেশ করেছিলেন উইং কমান্ডার জেএস সাঙ্গওয়ান। নিজেকে সিনিয়র প্রতিপন্ন করতে গিয়েই বিপাকে পড়তে হল তাঁকে। জুন ও জুলাই মাসে লার্সন অ্যান্ড টাউব্রো-কে (এই সংস্থার চার্টার্ড বিমানেই সফর করবেন) একাধিক ইমেল করেন এয়ার উইং এবং অনুরোধ করেন, যেন তাকে এল অ্যান্ড টি বিমান চালাতে দেওয়া হয়। ইমেলে তিনি জানিয়েছেন, তাঁর ৪০০০ ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে। এই তথ্য মিথ্যা এবং তা সামনে আসে অমিত শাহর বিদেশ সফরের দিন কয়েক আগেই। পরে সাঙ্গওয়ান পদত্যাগ করলেও তা গ্রহণ করা হয়নি।
সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই পদত্যাগ করেন উইং কমান্ডার সাঙ্গওয়ান। তবে যেহেতু তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে, তাই সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাঁকে বিএসএফ-এর তরফে কিছু প্রশ্ন করা হয়েছে এবং তার জবাবদিহি চাওয়া হয়েছে। সাঙ্গওয়ানের নথি ঘাঁটতে গিয়ে দেখা যায়, তিনি কার্গিলের সময়ের এয়ার উইং।