Budget 2024: কেন্দ্রীয় বাজেটে বৈষ্যম্যের অভিযোগ, সংসদে বিক্ষোভ কর্মসূচি বিরোধীদের
Union Budget 2024: হাইওয়ে থেকে বিমানবন্দর, মেডিক্য়াল কলেজ থেকে বিশেষ আর্থিক সাহায্য়, সবই পেয়েই এই দুই রাজ্য়। আর তা নিয়েই বাজেটে অসাম্যের অভিযোগ করছে বিরোধীরা।
নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটে বৈষ্যম্যের (Union Budget 2024) অভিযোগ তুলে আজ সংসদে বিক্ষোভ কর্মসূচি বিরোধীদের। গতকালই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে তৃতীয় মোদি সরকার। এই বাজেটকে "কুর্সি বাঁচাও" বাজেট বলে কটাক্ষ করেছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। বৈষম্যের অভিযোগে আজ সংসদে বিক্ষোভ বিরোধীদের।
বাজেটে বৈষ্যম্যের অভিযোগ: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেট নিয়ে আজ বিতর্ক হবে সংসদে। নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডু, বাজেটে দুই শরিকের জন্য়ই ঝুলি উপুড় করেছে মোদি সরকার। হাইওয়ে থেকে বিমানবন্দর, মেডিক্য়াল কলেজ থেকে বিশেষ আর্থিক সাহায্য়, সবই পেয়েই এই দুই রাজ্য়। আর তা নিয়েই বাজেটে অসাম্যের অভিযোগ করছে বিরোধীরা। আর এর প্রতিবাদে এবার সংসদে বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন বিরোধীরা।
তৃতীয় মোদি সরকার তৈরিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল 'N' ফ্য়াক্টর। তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে ফোকাস রইল মূলত সেই দুই 'N'-এর ওপরই। সরকার গঠনে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছিলেন যাঁরা, বাজেটে তাঁদের জন্য় দু'হাত উপুড় করে দিলেন নরেন্দ্র মোদি। এবার লোকসভা ভোটে ম্য়াজিক ফিগার থেকে ৩২টি আসন দূরে আটকে গেছিল বিজেপি। আর চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের দল মিলিতভাবে পায় ২৮টি আসন। মূলত এই দু'জনের সাহায্য়েই তৃতীয়বার সরকার তৈরি করেন নরেন্দ্র মোদি। আর সেই সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে নীতীশ কুমারের বিহার এবং চন্দ্রবাবু নায়ডুর অন্ধ্রপ্রদেশের ঝুলি ভরে দিল মোদি সরকার। রাস্তা, সেতু, বিমানবন্দর, বিশেষ আর্থিক সাহায্য়র মতো ঝুরি ঝুরি ঘোষণা করলেন নির্মলা সীতারমণ।
গতকাল অর্থমন্ত্রী বলেন, "সড়কপথে যোগাযোগ ব্য়বস্থার উন্নতিতে আমরা কাজ করব। যেমন পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার-ভাগলপুর এক্সপ্রেসওয়ে, বুদ্ধগয়া-রাজগীর-বৈশালী-দ্বারভাঙা এবং বক্সারে গঙ্গার ওপর দুই লেনের সেতু। যার জন্য় মোট খরচ হবে ২৬ হাজার কোটি টাকা। ২১ হাজার কোটি টাকা দিয়ে ২ হাজার ৪০০ মেগাওয়াটের নতুন তাপবিদ্য়ুৎ কেন্দ্র তৈরি হবে। অন্ধ্রপ্রদেশের টাকার প্রয়োজনের কথা মাথায় রেখে, এই অর্থবর্ষে, বহুজাতিক উন্নয়ন পর্ষদের থেকে ১৫ হাজার হাজার কোটি টাকার বিশেষ আর্থিক সাহায্য় দেওয়া হবে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Union Budget 2024: নারীশক্তির উন্নতিতে জোর, মহিলাদের দক্ষতা বাড়াতে কত বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে?