মহুয়া মৈত্রর সম্মানহানি: বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে পুলিশের চার্জশিট খারিজ কলকাতা হাইকোর্টের
মহুয়া মৈত্রর সম্মানহানির অভিযোগে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ
কলকাতা: হাইকোর্টে স্বস্তি বাবুল সুপ্রিয়র। মহুয়া মৈত্রের দায়ের করা সম্মানহানির অভিযোগের ভিত্তিতে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কলকাতা পুলিশের চার্জশিট খারিজ করল হাইকোর্ট।
২০১৭ সালে, আসানসোলের বিজেপি সাংসদ তথা মোদি সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তৎকালীন নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক। মহুয়া মৈত্রের অভিযোগ ছিল, একটি সর্বভারতীয় ইংরেজি নিউজ চ্যানেলের অনুষ্ঠানে, বাবুল সুপ্রিয় তাঁর সম্পর্কে কুকথা বলেন যার জেরে তাঁর সম্মানহানি হয়েছে।
এই বিষয়ে আলিপুর থানায় লিখিত অভিযোগও করেন মহুয়া। সেই অভিযোগের ভিত্তিতে বাবুলের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। এরপরই পুলিশের চার্জশিটকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন বাবুল সুপ্রিয়।
সেই মামলায় বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চ বলে, চার্জশিটে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মহিলার সম্মানহানির যে অভিযোগ করা হয়েছে সেই ধরনের কোনও অপরাধ প্রমাণিত হয়নি।
এরপরই বাবুল সুপ্রিয় আবেদন মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, মহুয়া মৈত্র চাইলে পরবর্তী আইনি পদক্ষেপ করতে পারেন বলেও জানান বিচারপতি।
সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে হাইকোর্টের রায়ে অ্যাডভান্টেজে বাবুল, মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।