বৃদ্ধ অপহরণকাণ্ডে ধৃত তৃণমূল মহিলা সংগঠনের নেত্রী মৈত্রেয়ী সহ ৩

কলকাতা: গড়িয়াহাট থেকে বৃদ্ধ নিখোঁজকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। অপহরণের অভিযোগে গ্রেফতার তৃণমূলের রাজ্যস্তরের নেত্রী-সহ তিন জন। একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। স্বপন ঘোষ নামে বছর ৬১-র ওই বৃদ্ধের বাড়ি নেতাজিনগর থানা এলাকার কাছে সূর্যনগরে। তাঁর পরিবারের দাবি, ৫ লক্ষ টাকা ধার দেওয়ার কথা বলে স্বপনকে ব্যাঙ্কে ডাকেন তৃণমূলনেত্রী মৈত্রেয়ী সাহা। এরপরই সেখান থেকে বৃদ্ধকে গাড়ি তুলে নিয়ে চলে যায় কয়েকজন। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে, অপহরণের মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় বৃদ্ধের মোবাইল টাওয়ারের লোকেশন। এরপরই বুধবার রিজেন্ট এস্টেটের বাড়ি থেকে অমিতাভ দাস ওরফে মিঠু নামে একজনকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করেই উঠে আসে তৃণমূলের মহিলা সংগঠনের নেত্রী মৈত্রেয়ীর নাম। বৃহস্পতিবার লেক থানা এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, জেরা করে জানা যায়, অপহরণের পর কলকাতা থেকে নিয়ে গিয়ে ওই বৃদ্ধকে দিঘার একটি হোটেলে রাখা হয়েছে। সেখান থেকেই স্বপন ঘোষকে উদ্ধার করে পুলিশ। হোটেল থেকে ধরা পড়ে আরও একজন। ২০১৪ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন, রাজ্য মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী মৈত্রেয়ী সাহা। তাঁর গ্রেফতারির প্রেক্ষিতে রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতিক্রিয়া, মৈত্রেয়ী সাহা যা করেছেন, তা ব্যক্তিগতভাবে। এর সঙ্গে দলের কোনও যোগ নেই। প্রশাসন নিজের কাজ করবে। দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানাব। পুলিশ সূত্রে দাবি, ধৃত অমিতাভ দাস এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব তা অস্বীকার করেছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা জানিয়েছে, অপহৃত স্বপন ঘোষ প্রচুর টাকা প্রতারণা করেনছে। সে কারণে তুলে নিয়ে টাকা উদ্ধারের চেষ্টা হয়েছিল। অমিতাভ ও তৃণমূল নেত্রী মৈত্রেয়ীকে মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।






















