এক্সপ্লোর
তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করে ‘হেনস্থা’র শিকার ঊষসী চক্রবর্তী
![তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করে ‘হেনস্থা’র শিকার ঊষসী চক্রবর্তী Actress Ushasi Chakraborty Allegedly Heckled For Protesting Noise Pollution তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করে ‘হেনস্থা’র শিকার ঊষসী চক্রবর্তী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/22235719/ushosi-chakraborty-complain-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রতিবাদ করে রেহাই নেই তারকারও। আবাসনে জোরে মাইক বাজানোর প্রতিবাদ করায় হেনস্থার অভিযোগ অভিনেতা ঊষসী চক্রবর্তীর। দাবি, শনিবার থেকে বাইপাসের ধারে তাঁর আবাসনের নীচে শাড়ির প্রদর্শনী হচ্ছে। প্রদর্শনীর আয়োজক আবাসনেরই কয়েকজন বাসিন্দা। ঊষসীর অভিযোগ, এই উপলক্ষ্যে জোরে মাইক বাজানো হচ্ছে। একাধিকবার মাইক বন্ধ করার অনুরোধ করা সত্বেও উদ্যোক্তারা কর্ণপাত করেননি। অতিষ্ঠ হয়ে রবিবার সন্ধ্যায় ঘটনার প্রতিবাদ করেন ঊষসী। এরপরই আবাসন কমিটির ৫-৬ জন সদস্য তাঁকে কটূক্তি ও হেনস্থা করে।
এই ঘটনা মনে করিয়ে দিয়েছে, গত বছরের ২৯ জানুয়ারি রাতের কথা।
দমদমে মধ্যরাতে মত্ত অবস্থায় তারস্বরে মাইক বাজিয়ে হচ্ছিল সরস্বতী পুজোর বিসর্জন। অসুস্থতার কারণে প্রতিবাদ করায় শিল্পী পার্থ ঘোষ এবং গৌরী ঘোষের দমদমের ফ্ল্যাটে দফায় দফায় তাণ্ডবের অভিযোগ। ঘটনার প্রায় আট ঘণ্টা পর গ্রেফতার করা হয় তিনজনকে। প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা।
এবার তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় হেনস্থার অভিযোগ তুললেন এক অভিনেতা। ঘটনায় গড়ফা থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে।
অভিযুক্তদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)