ব্ল্যাকমানি ফেরত চাই, উজ্জ্বলা প্রকল্পের দুর্নীতি নিয়ে তদন্ত চাই, ২১-এর মঞ্চ থেকে দাবি মমতার
বিজেপিকে তৃণমূলনেত্রীর কটাক্ষ, ‘চোরেদের সর্দার, ডাকাতদের সর্দার বলছে কাটমানি ফেরাও।’ মমতা যোগ করেন, আগে ১৫ লক্ষ টাকা করে ব্ল্যাকমানি ফেরাও, তারপরে ঝান্ডা ধরবে।
কলকাতা: কাটমানি ফেরতের দাবিতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আন্দোলনের ধার ও ভার বাড়াচ্ছে বিজেপি, সেই সময় পাল্টা কেন্দ্রের কালো টাকা ফেরত ও উজ্জ্বলা দুর্নীতির দাবিতে তদন্ত চাইলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধর্মতলায় ২১-এর মঞ্চ থেকে মমতা বলেন, ‘আজকে তৃণমূলের কাছে কাটমানি ফেরত চাইছে। আমার কাছে অনেক হিসেব আছে।’ মমতার পাল্টা দাবি, আগে ব্ল্যাকমানি ফেরত আনতে হবে। তিনি বলেন, ‘আগে তোমরা ব্ল্যাকমানি ফেরত দাও। নোটবন্দির সময় জনগণের টাকা মেরেছো, ফিরিয়ে দাও। কালনায় গরিব মানুষ জমি বিক্রি করে টাকা ফেরত দিয়েছে। এবার থেকে কেউ কিছু করলে আমি কিন্তু ব্যবস্থা নেব। বিজেপিকে তৃণমূলনেত্রীর কটাক্ষ, ‘চোরেদের সর্দার, ডাকাতদের সর্দার বলছে কাটমানি ফেরাও।’ মমতা যোগ করেন, আগে ১৫ লক্ষ টাকা করে ব্ল্যাকমানি ফেরাও, তারপরে ঝান্ডা ধরবে। ভোটের সময় এত টাকা খরচ, কালো টাকা এল কোত্থেকে? তিনি ঘোষণা করেন, আগামী ২৬ জুলাই কালো টাকা ফেরতের দাবি রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালন করবে তৃণমূল। পাশাপাশি, উজ্জ্বলা প্রকল্পের দুর্নীতি নিয়ে তদন্ত করতে হবে বলেও দাবি করেন মমতা। বলেন, ‘গ্রামে গ্রামে গিয়ে উজ্জ্বলা প্রকল্পের কাটমানির হিসেব চান। চোরের মায়ের বড় গলা। আমি চাই উজ্জ্বলা প্রকল্পের দুর্নীতি নিয়ে তদন্ত হোক।’ তৃণমূলনেত্রীর প্রশ্ন, ‘ভোটে হাজার হাজার কোটি টাকা খরচ, কোত্থেকে এল? ভোটে এত টাকা খরচ, বিদেশি অনুদান কোত্থেকে এল?’ মমতার দাবি, চিটফান্ড তদন্তের নামে তৃণমূলের নেতা-মন্ত্রীদের হুমকি দেওয়া হচ্ছে। বলেন, কেন্দ্রীয় সংস্থাগুলি আমাদের দলের নেতা ও সাংসদ-বিধায়কদের হুমকি দিচ্ছে। বলা হছে, হয় বিজেপিতে যোগ দিতে হবে, না হলে জেলে যেতে হবে। প্রসেনজিৎ, ঋতুপর্ণাকে ডাকছে, বলছে বিজেপির সঙ্গে যোগাযোগ করষ সিবিআই দিয়ে পুলিশকেও ভয় দেখানো হচ্ছে।’ এদিন ফের একবার মমতা মনে করিয়ে দেন, এই বাংলা কারও কাছে মাথা নত করবে না। বলেন, ‘মণীষীদের গায়ে হাত দেবে না, আমরা বুঝে নেব। ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেব।’