এক্সপ্লোর
১৬ জুলাই মোদীর ডাকা বৈঠকে যোগ দিতে পারেন মমতা

কলকাতা: নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে এই প্রথম যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ জুলাই ইন্টার স্টেট কাউন্সিলের বৈঠকে যোগ দিতে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে এমনটাই খবর। আগামী ১৬ জুলাই দিল্লিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ইন্টার স্টেট কাউন্সিলের ওই বৈঠকে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, ওই বৈঠকে ঋণ মকুব, বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে সরব হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইউপিএ এক সরকারের আমলে দু’বার বসেছিল ইন্টার-স্টেট কাউন্সিলের বৈঠক। শেষবার বৈঠক হয়েছিল ২০০৬ সালে। এক দশক পর ফেল দিল্লিতে হচ্ছে ওই বৈঠক। মোদী সরকারের আমলে যা প্রথম। বৈঠকে উপস্থিত থাকার কথা সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের। এর আগে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনও বৈঠকেই হাজির থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির নির্দেশে সংবিধানের ২৬৩ নম্বর ধারা অনুযায়ী, ১৯৯০ সালের ২৮ মে গঠিত হয় ইন্টার-স্টেট কাউন্সিল। কেন্দ্র-রাজ্য সমন্বয় রক্ষার তাগিদেই এই উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে কাউন্সিলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনোনীত সদস্য ৬ মন্ত্রী। তাঁরা হলেন রাজনাথ সিংহ, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, বেঙ্কাইয়া নায়ডু, নিতিন গডকড়ী ও মনোহর পারিক্কর। এছাড়াও স্থায়ী আমন্ত্রিত সদস্য ১১ জন মন্ত্রী। বৈঠকে এরা সকলেই উপস্থিত থাকবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















