কোচ দ্রাবিড়ের প্রেরণাতেই কামব্যাক, বিশ্বজয় করে কলকাতায় ফিরে জানালেন ঈশান পোড়েল
কলকাতা: বিশ্বজয় করে অবশেষে ঘরে ফেরা। মঙ্গলবার সকালে কলকাতায় পা রাখলেন ভারতীয় দলের বাঙালি পেসার ঈশান পোড়েল। সেমিফাইনাল থেকে ফাইনাল, ঈশানের আগুন ঝরানো স্পেলে পর্যুদস্ত একের পর এক প্রতিপক্ষ। ছেলেকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন ঈশানের বাবা, মা। ছিলেন পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশীরাও। পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ফুলে ফুলে দেওয়া হয় সংবর্ধনা। এখনও ঘোর কাটেনি, বলছেন ঈশান। চোট পেয়ে প্রায় ছিটকে যাচ্ছিলন টুর্নামেন্ট থেকে। সেখান থেকে স্বপ্নের কামব্যাক। অনুপ্রেরণা ছিলেন হেডস্যার দ্রাবিড়। এমনকী, আইপিএলে দল না পাওয়ায় যখন ক্রমশ গ্রাস করছিল হতাশা, তখনও তাঁর হাত ধরেছিলেন দ্রাবিড় স্যারই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পরও অন্ধকারে হারিয়ে গিয়েছেন বহু ক্রিকেটারই। কিন্তু, তা হতে দেবেন না ঈশান। এ-বিষয়ে অত্যন্ত সতর্ক তিনি। কঠোর পরিশ্রম চলবে, বলছেন ঈশান। মঙ্গলবার থাকবেন কলকাতায়। কিন্তু, তাঁর অপেক্ষায় গোটা চন্দননগর। বুধবার সকালে সপরিবারে চন্দননগরে ফিরবেন ঈশান। সেখানে তাঁকে নিয়ে হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। দেওয়া হবে নাগরিক সংবর্ধনা। যেখানে থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লও।