১৯ মার্চ গোপন জবানবন্দি দেবেন হাসিন জাহান
কলকাতা: ১৯ মার্চ গোপন জবানবন্দি দেবেন হাসিন জাহান। তার ভিত্তিতেই এগোবে মামলা। লালবাজারের আবেদন মঞ্জুর করল আদালত। দুই পরিবার সমঝোতা করলেও আইনগতভাবে তা সম্ভব নয়, বলছেন আইনজীবীরা। এরই মধ্যে ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে লালবাজারের দ্বারস্থ হাসিন। লালবাজারের তরফে সোমবার আলিপুরের এসিজেএম আদালতে এই মর্মে আবেদন জানানো হয়। সেই আবেদনই মঞ্জুর করেছে আদালত। গোয়েন্দাদের মতে, বিচারকের সামনেই যেহেতু রেকর্ড করা হবে হাসিনের বয়ান, তাই তদন্তের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ হিসেবে বিবেচিত হবে। এই জবানবন্দির ওপর ভিত্তি করেই হবে পরবর্তী সওয়াল জবাব। অন্যদিকে, রফাসূত্রের সন্ধানে সোমবারই শহরে আসেন সামির পরিবারের চার সদস্য। কথাও বলেন হাসিনের আইনজীবীর সঙ্গে। কিন্তু এই পরিস্থিতিতে কি কোনওভাবে দুই পরিবারের বোঝাপড়া করা সম্ভব? আইনজীবীরা বলছেন, যে সব ধারায় মামলা রুজু হয়েছে, সেখানে আর বোঝাপড়া সম্ভব নয়। দুই পরিবারের বোঝাপড়া বা রফা হলেও তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে পুলিশ। তারপর চার্জশিট বা চূড়ান্ত রিপোর্ট পেশ। অন্যদিকে, এদিন ফের লালবাজারে যান হাসিন জাহান। লালবাজার সূত্রের খবর, ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে আবেদন করেন তিনি। তদন্তকারীদের তাঁর অভিযোগ, সোশাল মিডিয়ায় তাঁর নামে বিভিন্ন বিরূপ মন্তব্য করা হচ্ছে।