নোট বাতিল: কেন্দ্রের বিরুদ্ধ নামুন, শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর
কলকাতা: মোদী সরকারের নোট বাতিলের প্রতিবাদে প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নোট বাতিলের সিদ্ধান্তে সাধারণ মানুষের যেমন ক্ষতি হয়েছে, তেমনই ক্ষতি হয়েছে বহু শিল্পেরও। এই প্রেক্ষাপটে, শুক্রবার বেহালার একটি অনুষ্ঠান থেকে শিল্পপতিদেরও মোদী সরকারের নোট বাতিলের সমালোচনায় সরব হওয়ার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, নোট বাতিলের এফেক্ট পড়েছে কি না বলুন। যারা বলতে পারবে না তারা মনে মনে বলুন। কারণ বললেই সিবিআই ইনকাম ট্যাক্স যাবে। আমি চাই না আপনাদের বিপদে পেলতে। আমার সঙ্গে কথা বললেও হয়ত সিবিআই পাঠিয়ে দেবে। শিল্পপতিদের জোট বেঁধে পথে নামারও আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বলেছেন, ছোট একটা টিম তৈরি করুন। রাস্তায় নামুন। আপনাদের ব্যানার নিয়ে নামুন। আমাদের সাপোর্ট থাকবে। মোদী সরকারের নোট বাতিলের পর সবচেয়ে বড় ভোট পরীক্ষা ছিল উত্তরপ্রদেশে। সেখানে মোদী একাই ট্রিপল সেঞ্চুরি। তা হলে কি উত্তরপ্রদেশের মানুষ নোটি বাতিলের পক্ষেই সায় দিলেন? এই তত্ত্ব মানতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, এবিপি আনন্দে এসেও তিনি নোট বাতিলের সমালোচনা করেন। যদিও, বিজেপির পাল্টা দাবি, উত্তরপ্রদেশের বিজেপির বিপুল সাফল্যই বলে দেয়, সাধারণ মানুষে নোট বাতিলের সিদ্ধান্তকে ভাল ভাবে নিয়েছে। তারা বুঝেছে, এতে আখেরে তাদেরই লাভ হবে।