এক্সপ্লোর
এবার গ্রেফতার অনিন্দ্যর তোলাবাজির সাগরেদ নাসিম

কলকাতা: সল্টলেকের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সাগরেদ নাসমিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে আটক সিন্ধু কুণ্ডু নামে আরও একজন। তাঁকে বিধাননগর উত্তর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিস সূত্রে খবর, নাসিম-সহ কয়েকজনের সাহায্যে তোলাবাজির সাম্রাজ্য চালাতেন অনিন্দ্য। বিধাননগরের প্রবীণ বাসিন্দা সন্তোষ লোধও একই অভিযোগ জানিয়েছিলেন। তদন্তে নেমে এদিন নাসিমকে গ্রেফতার করে পুলিশ। নাসিমের বিরুদ্ধে তিনটি জামিন অযোগ্য ধারা-সহ ৬টি ধারায় মামলা হয়েছে। এর আগে অনিন্দ্যর বিরুদ্ধেও এইসব ধারায় অভিযোগ দায়ের হয়েছে। আগামী কাল ধৃতকে আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানাবে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















