এক্সপ্লোর
সল্টলেকে বিভিন্ন হোটেলে থেকেও বিল না চুকিয়ে প্রতারণা, পুলিশের জালে গৃহবধূ

কলকাতা: সল্টলেকের একাধিক হোটেলে বেশ কিছুদিন থাকা-খাওয়ার পর বিল না দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ। বিধাননগর দক্ষিণ থানার পুলিশের জালে মূল অভিযুক্ত। ধৃতের নাম সুমন শঙ্কর। উত্তরপ্রদেশের বাসিন্দা এই গৃহবধূ দুই শিশুকে নিয়ে বেশ কয়েকদিন ধরে সল্টলেক ও নিউটাউন এলাকার ৫-৬টি হোটেলে ঘর ভাড়া নেন। অভিযোগ, প্রতিবারই টাকা না নিয়ে পালিয়ে যান তিনি। গতকাল নিউটাউনের একটি হোটেলে এলে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতের দুই শিশুকে সরকারি হোমে পাঠানো হয়েছে। তদন্তকারীদের দাবি, পুরানো হিন্দি ছবি দেখে এই কাজ করেছেন বলে স্বীকার করেছেন অভিযুক্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















