এক্সপ্লোর
আবহাওয়ার খামখেয়ালিপনায় ঘরে, ঘরে অসুখের দাপট, কীভাবে সামলাবেন বললেন চিকিত্সকরা

কলকাতা: আবহাওয়ার খামখেয়ালিপনায় ঘরে ঘরে অসুখ। কী ভাবে সুস্থ থাকবেন? কী বলছেন চিকিৎসকরা? ভোরে হালকা শীত। বেলা গড়াতেই ঝরছে ঘাম। রাতে আবার শিরশিরানী। তারওপর বসন্তে অকাল বর্ষণ। ঘরে ঘরে সর্দি-জ্বর...হাঁচি সঙ্গে কাশি! সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিশুদের ওপর। এক্ষেত্রে চিকিত্সকরা কয়েকটি উপায় বাতলেছেন,
- কোনও ভাবেই ঠান্ডা লাগানো চলবে না।
- বৃষ্টিতে ভেজা যাবে না।
- সর্দি-জ্বর হলে প্যারাসিটামল খেতে হবে।
- তবে চিকিত্সকের পরামর্শ ছাড়া, অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না।
- প্রচুর পরিমাণে জল খেতে হবে।
- ফ্রুট জুসের মতো তরল জাতীয় খাবারের পরিমাণও বাড়াতে হবে।
- আবহাওয়া দেখে, পোশাক নির্বাচন করতে হবে।
- ঘরের তাপমাত্রা কমানো উচিত।
- প্রয়োজনে হালকা করে এসি চালানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
- বাইরে বেরোলে, এখন থেকেই সানস্ক্রিন লোশন ব্যবহার করা শুরু করুন।
- প্রতিদিন অবশ্যই সাবান মেখে স্নান করুন।
- গায়ে জ্বর থাকলেও স্নান করতে হবে।
- খুব জ্বর হলে, স্নান না করে, অন্তত ভিজে গামছা বা তোয়ালে দিয়ে গা মুছতে হবে।
- শোয়ার আগে অবশ্যই মশারি টাঙাতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















