এক্সপ্লোর
জাকারিয়া স্ট্রিটে নিজের দোকানে জহুরি খুন

কলকাতা: নিজের দোকানেই খুন হলেন এক রত্ন ব্যবসায়ী। জাকারিয়া স্ট্রিটের জহুরি বাজারে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম মহম্মদ সেলিম। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। জহুরি বাজারে মূল্যবান পাথরের দোকান ছিল রাজাবাজারের বাসিন্দা বছর পঞ্চান্নর সেলিমের। গতকাল রাত ১০টা নাগাদ তাঁর গাড়ির চালক মহম্মদ ইলিয়াস দোকানে গিয়ে দেখেন দোকানের শাটার নামানো। অথচ বাইরে কোনও তালা দেওয়া ছিল না। শাটার তুলে ভেতরে গিয়ে দেখা যায় নিজের চেম্বারে পড়ে রয়েছে মহম্মদ সেলিমের নিথর দেহ। তাঁর মুখ ছিল টেপ দিয়ে আটকানো, গলায় দাগ। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। খোয়া গিয়েছে কিছু নকল রত্ন ও তাঁর মোবাইল ফোন। পুলিশের ধারণা, লুঠের উদ্দেশ্যেই ঘটেছে এই খুন। ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। আসে স্নিফার ডগও। তদন্ত শুরু করেছে জোড়াসাঁকো থানার পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















