এক্সপ্লোর
Advertisement
মাধ্যমিকে জেলার জয়জয়কার, পরের বছর পরীক্ষা শুরু ২২ ফেব্রুয়ারি
কলকাতা: পুরনো পাঠ্যক্রমের শেষ মাধ্যমিক পরীক্ষার ফলে সামান্য বাড়ল পাসের হার। গতবারের তুলনায় এবার উত্তীর্ণের সংখ্যা বেড়েছে প্রায় ৯৪ হাজার।
এবার নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল, ১০ লক্ষ ৪৭ হাজার ৬৫২। পাস করেছে ৮ লক্ষ ৬৬ হাজার ৯২০ জন। পাসের হার ৮২.৭৪ শতাংশ। যা গতবারের তুলনায় মাত্র দশমিক ০৮ শতাংশ বেশি। পাসের হারে সবার উপরে পূর্ব মেদিনীপুর। কলকাতার স্থান দ্বিতীয়। শিক্ষামন্ত্রীর অবশ্য দাবি, এই ফলাফলের নেপথ্যে রাজ্যে শিক্ষা ও মেধার বিকাশ।
যদিও, মাধ্যমিকের মেধাতালিকায় এবার অনেকটাই ব্যাকফুটে মহানগরী। প্রথম দশে ঠাঁই পেয়েছে রাজ্যের ৬৬ জন পড়ুয়া। যার মধ্যে কলকাতার পরীক্ষার্থী হাতে গোনা, মাত্র ২ জন। যদিও, এর জন্য শহরের অধিকাংশ মেধাবি পড়ুয়ার ইংরেজি মাধ্যমে চলে যাওয়াকেই দায়ী করেছেন শিক্ষাবিদদের একাংশ।
তাৎপর্যপূর্ণভাবে এবার উত্তীর্ণের সংখ্যা ৯৩ হাজার ৮৭২ বাড়লেও, বিভিন্ন বিষয়ে ৯০ শতাংশ ও তার বেশি নম্বর প্রাপকের তালিকাটা বিশেষ একটা উজ্জ্বল নয়! প্রথম ভাষায় ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১০ হাজার ৭১৮ জন পরীক্ষার্থী। দ্বিতীয় ভাষায় ৬ হাজার ১৩৪। গণিতে ২৭ হাজার ৩৪৮। ভৌতবিজ্ঞানে ৩১ হাজার ৯৮৯। জীবন বিজ্ঞানে ৫৪ হাজার ৫৮৪। ইতিহাসে ৫ হাজার ৯১০। এবং ভূগোলে ১২ হাজার ৮০৩। পর্ষদ প্রশাসকের অবশ্য দাবি, পরের বছর নয়া পাঠ্যক্রমের মাধ্যমিকে বেশি নম্বর পাওয়া সহজ হবে।
আইসিএসই-তে রাজ্যে প্রথম স্থানাধীকারীরা পেয়েছে ৯৮.৮ শতাংশ নম্বর। সেখানে মাধ্যমিকের ফার্স্ট বয়ের প্রাপ্ত নম্বরের হার ৯৭.৫৭ শতাংশ। শুধু তাই নয়! দুই ফার্স্ট বয়ের প্রাপ্ত নম্বর কাছাকাছি হলেও, পাসের হার এবং বেশি নম্বর প্রাপ্তির হারে দিল্লি বোর্ড টেক্কা দিয়ে দিয়েছে মাধ্যমিককে। মাধ্যমিকে এবারের পাসের হার রেকর্ড গড়ে ৮২.৭৪ হলেও, আইসিএসই-তে এবার রাজ্যে পাস করেছে ৯৮.০৫ শতাংশ পরীক্ষার্থী।
পর্ষদ অবশ্য এর জন্য পুরনো পাঠ্যক্রমকেই দায়ী করেছে। আগামী বছর নতুন পাঠ্যক্রমে মাধ্যমিক শুরু হচ্ছে ২২ ফেব্রুয়ারি। সেবার এই ছবিটা বদলায় কিনা, সেদিকেই তাকিয়ে শিক্ষামহল।
একনজরে দেখব এবছরের মেধা তালিকা
- প্রথম: সৌভিক মণ্ডল, মাথাভাঙা হাইস্কুল, কোচবিহার
- দ্বিতীয়: দেবদত্তা পাল, ঘুটিয়াবাজার বিনোদিনী গার্লস হাইস্কুল, হুগলি তিতাস দুবে, সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যামন্দির, বাঁকুড়া রোমিক দত্ত, দুবরাজপুর সারদা বিদ্যাপীঠ, বীরভুম
- তৃতীয়: শুভ্রজিৎ মণ্ডল, চাকদা রামলাল অ্যাকাডেমি, নদিয়া অনীক ঘোষ, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন, বীরভূম
- চতুর্থ: অনিকেত মিশ্র, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল, পূর্ব মেদিনীপুর কৌস্তভ রায়, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন, বর্ধমান তনুজা দাস, কামাক্ষাগুড়ি গার্লস হাইস্কুল, আলিপুরদুয়ার রাজদীপ গঙ্গোপাধ্যায়, বালুরঘাট হাইস্কুল, দক্ষিণ দিনাজপুর রত্নদীপ ভট্টাচার্য, বালুরঘাট হাইস্কুল, দক্ষিণ দিনাজপুর
- পঞ্চম: বিশাল গঙ্গোপাধ্যায়, ওন্দা হাইস্কুল, বাঁকুড়া অন্বেষা মিত্র, রায়গঞ্জ গার্লস হাইস্কুল, উত্তর দিনাজপুর মেঘাশ্রিতা দাস, বার্লো গার্লস হাইস্কুল, মালদা মধুরিমা ঘোষ, বার্লো গার্লস হাইস্কুল, মালদা সৌভিক মণ্ডল, ফুলিয়া শিক্ষা নিকেতন, নদিয়া সৌরজ্যোতি মাইতি, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪পরগনা সোহম চৌধুরী, শ্রীরামকৃষ্ণ শিশুতীর্থ হাইস্কুল, হুগলি আদর্শ হাজরা, কিশোরনগর শচীন্দ্র শিক্ষাসদন, পূর্ব মেদিনীপুর সায়রী ভট্টাচার্য, চুঁচুড়া বালিকা বাণীমন্দির, হুগলি
- ষষ্ঠ: দেবাঞ্জন বসু রায়, চাকদা রামলাল অ্যাকাডেমি, নদিয়া সৌমেন্দু বাগ, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন, বীরভূম সৌরদীপ নাথ, উত্তরপাড়া মডেল স্কুল, হুগলি
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
কলকাতা
খবর
Advertisement