এক্সপ্লোর
কোন ক্লাস থেকে ফিরবে পাস-ফেল? বৈঠকে মতানৈক্য

কলকাতা: রাজ্যে কোন ক্লাস থেকে ফিরছে পাস-ফেল? কীভাবেই বা এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে? এই সব প্রশ্নের উত্তরের খোঁজে শুক্রবার বিকাশ ভবনে বিভিন্ন শিক্ষক সংগঠন ও রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
সবপক্ষই পাস-ফেল ফেরানোর পক্ষে সওয়াল করলেও, কোন ক্লাস থেকে পাস-ফেল চালু হবে, তা নিয়ে মতানৈক্য দেখা দিয়েছে। যেমন সিপিএমের দাবি, পঞ্চম শ্রেণি থেকে ফিরুক পাস-ফেল। তবে কংগ্রেসের দাবি, প্রথম শ্রেণি থেকেই ফিরুক পাস-ফেল। এসইউসি-ও প্রথম শ্রেণি থেকেই পাস-ফেলের পক্ষপাতী। আবার শিক্ষাবিদদের একাংশের মতে, পঞ্চম বা ষষ্ঠ শ্রেণি থেকে ফিরুক পাস-ফেল। পাশাপাশি সারাবছর পড়ুয়াদের নিরবিচ্ছিন্ন মূল্যায়ন হোক। আর পরীক্ষায় কেউ ফেল করলে, সেই পড়ুয়ার জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হোক।
ইতিমধ্যেই কেন্দ্রকে তাদের মতামত জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, কেন্দ্রকে তারা জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারও চায় স্কুলে পাস-ফেল ফিরুক। তবে স্কুলছুট বা ড্রপ আউট রুখতে পদক্ষেপ নেওয়া উচিত কেন্দ্রের। সূত্রের খবর, পঞ্চম শ্রেণি থেকে পাস-ফেল ফেরাতে চায় রাজ্য সরকার। তার আগে সব পক্ষের মতামত মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। তারপরই গৃহীত হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















